IPL: ১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এ বারের আইপিএল অভিযান শুরু করবে লখনউ সুপার জায়ান্টসরা।
LSG, IPL 2023: আইপিএলের আগে রাহুলদের রোড শো, লখনউয়ের রাস্তায় তিল ধরার জায়গা নেই
লখনউ: মুসকুরায়ে আপ লখনউ মে হ্যায়… ফের একটা নতুন শুরুর অপেক্ষায় লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। আইপিএল-১৫-তে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের। গোটা মরসুম জুড়ে ভালো খেলে সে বার তিন নম্বরে টুর্নামেন্ট শেষ করেছিল লোকেশ রাহুলের (KL Rahul) দল। আইপিএল-২০২৩ (IPL 2023) এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ঘরের মাঠে এ বার টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলার সুযোগ পাচ্ছে লখনউ। একানা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এ বারের আইপিএল অভিযান শুরু করবে লখনউ সুপার জায়ান্টসরা। ঘরের মাঠে দর্শকদের সামনে খেলার সুযোগ পাবেন কেএল রাহুল-ক্রুণাল পান্ডিয়ারা। লখনউ তাদের সমর্থকদের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে রাহুলের দল। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে..