Gujarat Titans vs Chennai Super Kings Live Streaming: শুরু হতে চলেছে আইপিএলের ১৬তম সংস্করণ। প্রথম ম্যাচে মুখোমুখি হার্দিক-ধোনির দল।
Image Credit source: Graphics – TV9Bangla
আমেদাবাদ: অপেক্ষার আর একটা রাত। আগামী কাল থেকে শুরু হতে চলেছে টানা ২ মাসের বিনোদনে ভরপুর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল-১৬-র (IPL) উদ্বোধনী ম্যাচে আমেদাবাদে শুক্রবার মুখোমুখি হতে চলেছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও মহেন্দ্র সিং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। গত বারের চ্যাম্পিয়ন গুজরাট এ বার প্রথম ম্যাচেই ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে। অন্যদিকে ধোনির সিএসকে অ্যাওয়ে ম্যাচ দিয়ে এ বারের আইপিএল যাত্রা শুরু করবে। গত মরসুমে প্রথম বার আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ হয়েছিল গুজরাটের। আইপিএল অভিষেকেই চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলেছিল হার্দিকের দল। অন্যদিকে গত মরসুমটা ভালো কাটেনি সিএসকের। লিগ টেবলের ৯ নম্বরে থেকে শেষ করেছিল ইয়েলোব্রিগেড। এ বার নতুন শুরু করার অপেক্ষায় মাহির দল। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন আইপিএল-১৬-র উদ্বোধনী ম্যাচ।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। গত মরসুমের সেই ২ ম্যাচে সিএসকে হেরেছিল গুজরাটের কাছে।
গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কবে হবে?
গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি (৩১ মার্চ) আগামী কাল, শুক্রহবে।
গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কোথায় হবে?
গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে।
গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৮টা নাগাদ। ম্যাচের আগে ৭টা ৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২৩ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।