ধোনি-স্লোগানে মাতল আমেদাবাদ, বিমানবন্দরে সেলফি তাণ্ডব!


MS Dhoni, IPL 2023: এ বারের আইপিএলের প্রথম ম্যাচ হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আজ, বৃহস্পতিবার আমেদাবাদে পৌঁছে গিয়েছে মাহির সিএসকে।

আমেদাবাদ বিমানবন্দরে মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাডেজা

Image Credit source: Twitter

আমেদাবাদ: রাত পোহালেই আইপিএলের (IPL) ঢাকে কাঠি। দেখতে দেখতে চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। আগামী কাল, শুক্রবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ। আইপিএল-২০২৩ এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গত বারের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস। এ বারের আইপিএলের প্রথম ম্যাচ হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আজ, বৃহস্পতিবার আমেদাবাদে পৌঁছে গিয়েছে মাহির সিএসকে। আমেদাবাদ বিমানবন্দরে ধোনি ও চেন্নাই সুপার কিংসের বাকি সদস্যদের স্বাগত জানানোর জন্য ভিড় জমিয়েছিলেন সিএসকের (CSK) অনুরাগীরা। ধোনি-জাডেজারা চিপক থেকে আমেদাবাদে পৌঁছনোর পর সারা বিমানবন্দরে মাহি ভক্তরা ‘ধোনি ধোনি’ রব তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। প্রিয় থালাকে গ্র্যান্ড ওয়েলকাম জানাতে আমেদাবাদ বিমানবন্দরে ধোনির অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

আমেদাবাদ বিমানবন্দরে ধোনিকে দেখার জন্য তিল ধরার জায়গা ছিল না। ধোনির অনুরাগীরা তাঁকে কাছ থেকে দেখার জন্য উতলা হয়ে উঠেছিল। যার ফলে বিমানবন্দর থেকে ধোনিকে এসকর্ট করে বাইরে নিয়ে যাওয়া হয়।

বিস্তারিত আসছে…



Leave a Reply