মিশন পঞ্জাবের জন্য ‘তৈয়ার’ কেকেআর, মোহালিতে চারতলা কেক কেটে সেলিব্রেশন


KKR in Mohali: ১৬তম আইপিএলে নামার জন্য মুখিয়ে দু’বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই মোহালি পৌঁছে গিয়েছে কেকেআরের সদস্যরা।

Image Credit source: Twitter

মোহালি: দু’বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আরও একবার তৈরি তৃতীয় আইপিএল (IPL 2023) ট্রফির জন্য। ১৬তম আইপিএলে কেকেআরের প্রথম ম্যাচ ১ এপ্রিল। অর্থাৎ আইপিএল শুরুর পরেরদিনই মাঠে নামছে কেকেআর। প্রথম ম্যাচে নাইটদের প্রতিপক্ষ প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সির গুরু দায়িত্ব কেকেআর (Kolkata Knight Riders) তুলে দিয়েছে দলের পুরনো সৈনিক নীতীশ রানার হাতে। নতুন ক্যাপ্টেনের তত্ত্বাবধানে আরও একবার ভাগ্য অন্বেষণে নেমে পড়বে কেকেআর। প্রথম ম্যাচের জন্য বুধবার মোহালি পৌঁছে গিয়েছেন নীতীশ রানা, রিঙ্কু সিংরা। বৃহস্পতিবার পৌঁছেছেন সুনীল নারিন। এদিন মোহালি থেকে একাধিক ভিডিয়ো টুইট করা হয়েছে কেকেআরের তরফে। এদিন নীতীশ রানা, চন্দ্রকান্ত পন্ডিতদের চার তলা কেক কেটে সেলিব্রেশন করতে দেখা গিয়েছে। বিস্তারিত TV9 Bangla-য়।

বুধবার মোহালি যাওয়ার একাধিক ছবি টুইট করে কলকাতা নাইট রাইডার্স। চণ্ডীগড়ের বিমানে বসা রিঙ্কু সিং, টিম সাউদি, অনুকূল রায়দের দেখা গিয়েছে। মোহালি পৌঁছে অনুশীলনে নেমে পড়ে নাইটরা। বৃহস্পতিবার রিঙ্কু সিং, ক্যাপ্টেন নীতীশ রানার অনুশীলনের ছবি পোস্ট করে কেকেআর। এছাড়া এন জগদীশনের ব্যাটিং ভিডিয়ো পোস্ট করা হয়েছে। কোচ, অধিনায়ক ও কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোরকে দেখা গেল দলের বাকিদের সঙ্গে বিশাল এক এক কেটে সেলিব্রেশন করতে।

দলে আন্দ্র রাসেল, সুনীল নারিন, টিম সাউদির মতো অভিজ্ঞরা থাকতেও ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দেশীয় ক্রিকেটার নীতীশ রানার হাতে। আইপিএলে ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা নেই নীতীশের। তবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিল্লির হয়ে নেতৃত্ব দিয়েছেন ১২টি ম্যাচে। তার মধ্যে ৮টি ম্যাচ জিতেছেন। এই দায়িত্ব বাড়তি বলে মনে হচ্ছে না তাঁর। ক্যাপ্টেন্সি নিয়ে নীতীশ বলেছেন, “এটা আমার কাছে নতুন নয়। শেষ ২-৩ বছর ধরে লিডারশিপ গ্রুপের অংশ। তবে এই প্রথমবার ক্যাপ্টেন্সি ট্যাগ পেয়েছি। এই ট্যাগের জন্য অবশ্য বাড়তি চাপ নিতে চাইছি না। আমার নিজের খেলার জন্য এটা ভালো নয়। আমার কাছে নতুন কিছু নয়। দায়িত্ব নিতে আমি ভালোবাসি।”



Leave a Reply