আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ অর্থাৎ শুক্রবার থেকে। তার আগে দলের ক্যাপ্টেনরা জড়ো হয়েছিলেন ফটোসেশনে। সেখানেই যত বিভ্রান্তি।
Image Credit source: Twitter
আমেদাবাদ: একটি ছবি, সেটা নিয়েই যত জল্পনা। আইপিএলের (IPL 2023) বল গড়ানোর আগে অল-ক্যাপ্টেন ফোটোসেশন মাস্ট। হলও তাই। ১৬তম আইপিএল শুরু হচ্ছে শুক্রবার থেকে। তার আগে উদ্বোধনী ম্যাচের ভেনু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিলেন অধিনায়করা। সবার মাঝে আইপিএলের ঝাঁ চকচকে ট্রফি। মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়াদের এক গাল হাসির ছবিতেও বেশ কিছু খটকা রয়েছে। প্রথমত, ছবিতে ১০টি টিমের সব ক্যাপ্টেন নেই। টিমের অধিনায়ক একজন, অথচ দাঁড়িয়ে ছবি তুললেন অন্য ক্রিকেটার। কারও থাকা, কারও না থাকা- সব মিলিয়ে অল ক্যাপ্টেন ফটোসেশন ঘিরে বেজায় ধন্ধে পড়ে গেলেন ফ্যানরা। বিস্তারিত তুলে ধরল TV9 Bangla।
আইপিএলের আগে অল-ক্যাপ্টেন ফটোসেশনে টিকি পাওয়া গেল না রোহিত শর্মার। মোট দুটি ফটো শেয়ার করা হয়েছে আইপিএলের পক্ষ থেকে। দুটি ছবিতেই নেই রোহিত। টুর্নামেন্টে পাঁচ বারের বিজয়ী ও সবচেয়ে সফল ক্যাপ্টেনের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই চোখে লেগেছে সমর্থকদের। রোহিতকে ছাড়া কেন ছবি তোলা হল? প্রশ্ন তুলেছেন ফ্যানরা। কোনও কারণের জন্য নির্ধারিত সময়ে পৌঁছতে পারেনি বা রোহিতের অনুপস্থিতির পিছনে অন্য কোনও কারণ থাকতেই পারে। ফ্যানদের আরও বেশি বিভ্রান্ত করেছে ছবিতে ভুবনেশ্বর কুমারের উপস্থিতি। সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির সদস্য ভুবনেশ্বর। তবে দলের ক্যাপ্টেন নন তিনি। ১৬তম আইপিএলের জন্য দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে অধিনায়ক ঘোষণা করে সানরাইজার্স। তাঁর পরিবর্তে হায়দরাবাদের জার্সি পরে ফটোসেশনের জন্য দাঁড়ালেন ভুবনেশ্বর কুমার। তাহলে কি বদলে গেল হায়দরাবাদের অধিনায়ক? প্রশ্ন ফ্যানদের।
Game Face ????
ARE. YOU. READY for #TATAIPL 2023❓ pic.twitter.com/eS5rXAavTK
— IndianPremierLeague (@IPL) March 30, 2023
যতদূর শোনা যাচ্ছে, সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক বদল হয়নি। আসলে প্রথম ম্যাচে ক্যাপ্টেন মার্করামকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। ৩১ মার্চ থেকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ৩১ মার্চ ও ২ এপ্রিল। জাতীয় দলের জন্য প্রথম ম্যাচ খেলতে পারবেন না তিনি। মার্করামের অনুপস্থিতিতে কমলা জার্সিধারীদের নেতৃত্ব দেবেন ভুবি। তাই অল-ক্যাপ্টেন ফটোশুটে উপস্থিত ছিলেন তিনি। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে দেখা গেল, টিমের আসল জার্সি না পরেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছেন!