গ্যালারিতে মাহি…মাহি, চোট-আতঙ্ক হটিয়ে স্বমহিমায় ধোনি


IPL 2023: যতই গুজরাটের ঘরের মাঠে খেলা হোক। ধোনি অনুরাগী দেশের প্রতিটি প্রান্তে রয়েছেন। সঞ্চালক মন্দিরা বেদী মুখের ধোনির নাম ঘোষিত হতেই লক্ষাধিক দর্শকে ঠাসা নরেন্দ্র মোদী স্টেডিয়াম হইহই করে উঠল।

Image Credit source: Twitter

আমেদাবাদ: তখন গানে গানে স্টেজ মাতাচ্ছেন অরিজিৎ সিং। একের পর এক হিট গান। তারই মাঝে ক্যামেরা ঘুরে গেল তাঁর দিকে। যাঁর ফর্ম নিয়ে জোর জল্পনা চলছে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে। একা ডাগআউটে বসে পা দুলিয়ে গান শুনছেন (IPL 2023)। তারপর বাগি কারে চেপে স্টেজে এলেন। দেখেই স্বস্তি আপামর ভক্তদের। মহেন্দ্র সিং ধোনির চোট নিয়ে বৃহস্পতিবার থেকে নানা গুঞ্জন ছড়িয়েছে। খুঁড়িয়ে হাঁটা, নেট প্র্যাকটিসে অনুপস্থিতি জল্পনায় ঘি ঢেলেছিল। যদিও সিএকে সিইও আশ্বাস দিয়েছিলেন ধোনি (MS Dhoni) খেলবেন। তবে না আঁচালে বিশ্বাস নেই। প্রত্যাশামতোই বিপক্ষ দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে টস করতে এলেন। যতই গুজরাটের ঘরের মাঠে খেলা হোক। ধোনি অনুরাগী দেশের প্রতিটি প্রান্তে রয়েছেন। সঞ্চালক মন্দিরা বেদী মুখের ধোনির নাম ঘোষিত হতেই লক্ষাধিক দর্শকে ঠাসা নরেন্দ্র মোদী স্টেডিয়াম হইহই করে ওঠে। এই মুহূর্তটার জন্যই যেন অপেক্ষা করছিলেন সকলে। স্টেজে আলোয় ঝকঝক করে উঠল কালো চুলে হালকা সোনালি আভা।

আইপিএলের সবচেয়ে সফল ক্যাপ্টেন। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি রয়েছে তাঁর ঝুলিতে। নয়া হেয়ারস্টাইলে পাঁচবছর বয়স যেন কমে গিয়েছে। ঠোঁটের কোণে চিরাচরিত হালকা হাসি। ১৬তম আইপিএলের প্রথম ম্যাচে টস হারলেন। এরপর সঞ্চালকের প্রশ্নের উত্তরে বলেন, “আমরাও প্রথমে বল করার কথা ভেবেছিলাম। আমার মতে, পিচ পরিবর্তন হবে না। গতকাল রাতে বৃষ্টি হয়েছে। তাই মনে হয় না রাতের দিকে শিশির পড়বে। প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা হাতে সময় রেখে চেন্নাইয়ে জড়ো হয়েছিলাম। সব মিলিয়ে মনে হচ্ছে প্রস্তুতি ভালোই হয়েছে।” এ বারের আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের অন্তর্ভুক্তি হয়েছে। যা নিয়ে ধোনি বললেন, “এটাকে বিলাসিতা বলেই ধরছি। এখানে ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার করা খুব সহজ কারণ ঘরোয়া ক্রিকেটে এর ব্য়বহার হয়েছে ১৪তম ওভারে।” ম্যাচ চলাকালীন একজন ক্রিকেটার বদলানো যাবে। যাঁকে বলা হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার। টসের সময় একাদশের সঙ্গে চারজন অতিরিক্ত ক্রিকেটার নাম দেবেন ক্যাপ্টেনরা। ম্যাচের মাঝে এই চারজনের মধ্য থেকে একজনকে একাদশের অন্য কারও জায়গায় বদল করা যাবে। এই ইমপ্যাক্ট প্লেয়ার ব্যাটিং ও বোলিং দুটিই করতে পারবেন। ইমপ্যাক্ট প্লেয়ার নামানো যাবে ইনিংসের ১৫ ওভারের মধ্যে।

ধোনিকে নিয়ে জল্পনার শেষ নেই। অবসরের গুঞ্জন শুরু হয়েছে ১৬তম আইপিএল শুরুর বহু আগে থেকে। বিশেষজ্ঞরা বলছেন, হোক না হোক এটাই ধোনির শেষ আইপিএল। চেন্নাইয়ের মাঠে খেলে অবসর নিতে চান বলে আগেই জানিয়েছিলেন ধোনি। অবসর নিলেও পুরো সিজন খেলে, চেন্নাই সুপার কিংসের হাতে পঞ্চম আইপিএল ট্রফি তুলে দিয়ে তবেই বিদায় নিতে চাইবেন।

Leave a Reply