Asia Cup-Pakistan: আইসিসি বা এসিসির টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান মুখোমুখি হয় না। দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ।
Image Credit source: twitter
লাহোর : ভারতীয় ক্রিকেট বোর্ডকে ফের একহাত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। নিরপেক্ষ ভেনুতে এশিয়া কাপ খেলতে চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যে বিষয়টা একদমই ভালো ভাবে নেননি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। কূটনৈতিক দ্বন্দ্বের কারণে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে দীর্ঘদিন। দুই দেশের ক্রিকেট সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে একহাত নিয়েছেন ইমরান খান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দাবি, আর্থিক ভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড শক্তিশালী হওয়ায় আইসিসিতে ছড়ি ঘোরায়। গত বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেন, কোনও মতেই পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। দু’দিন আগেই যা নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসে পাক বোর্ড। প্রাথমিক ভাবে ঠিক হয়, এশিয়া কাপের বাকি ম্যাচ পাকিস্তানে হলেও নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত। বিস্তারিত TV9Bangla-য়।
এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আর্থিক ভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড শক্তিশালী হওয়ায় বিশ্বের দরবারে ছড়ি ঘোরাচ্ছে। তারা ক্ষমতার অপব্যবহার করছে। বিসিসিআই ঠিক করে দিচ্ছে তারা কাদের বিরুদ্ধে খেলবে। ভারত-পাকিস্তান দুই দেশের ক্রিকেট সম্পর্ক ভালো নেই। পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে বিসিসিআই। অত্যাধিক অহংকার থাকায় এই আচরণ করছে। পাকিস্তান ক্রিকেটও দেখিয়েছে, কী ভাবে এখানে টি-টোয়েন্টি লিগ জনপ্রিয় হতে পারে। পাকিস্তানেও প্রচুর প্রতিভাবান ক্রিকেটার আছে। তারা দেখিয়েছে কী ভাবে এখানকার টি-টোয়েন্টি লিগ খেলে উঠে আসা যায়। বিদেশিরা ক্রিকেটাররাও এখানে খেলতে আসে।’
আইসিসি বা এসিসির টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান মুখোমুখি হয় না। দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ। পাকিস্তানের আর এক প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিও এর আগে বলেছেন, দুই দেশের ক্রিকেট বোর্ডের উচিত মুখোমুখি বসে বিষয়টার সমাধান করা। পাকিস্তানের প্রাক্তনীরা চাইলেও দুই দেশের কূটনৈতিক অবস্থানের কারণে দ্বিপাক্ষিক সিরিজ যে সম্ভব নয়, তা স্পষ্ট। অতীতে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হলেও, দীর্ঘ কয়েক বছর ধরে তা বন্ধ রয়েছে। ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে।