IPL 2023: CSK vs GT: আইপিএলে ধোনি-হার্দিক দ্বৈরথ


IPL 2023: নিজস্ব ছন্দে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। কয়েকটা বছরের বিরতির পর ২০২৩ সালের ৩১ মার্চ থেকে ফিরছে দর্শকদের চেনা আইপিএল। বহুদিন পর আজ মহেন্দ্র সিং ধোনিকে ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে।

নিজস্ব ছন্দে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। কয়েকটা বছরের বিরতির পর ২০২৩ সালের ৩১ মার্চ থেকে ফিরছে দর্শকদের চেনা আইপিএল। যেখানে হোম-অ্যাওয়ে ফরম্যাটে দেশের দশটি শহর জুড়ে চলবে ক্রিকেট উৎসব। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম,আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দেবেন মেলোডিয়াস অরিজিৎ সিং,সুন্দরী তামান্না ভাটিয়া,রশ্মিকা মান্ধানারা। গত ৩বছর ধরে মিস করেছেন ক্রিকেট সমর্থকরা। এক এক করে সব ফিরছে। আইপিএলের আবির্ভাবেই টুর্নামেন্ট জিতে চমকে দেওয়া হার্দিকদের এটা দ্বিতীয় মরসুম। আমেদাবাদে প্রথম ম্যাচে তাঁদের সামনে ৪ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। বহুদিন পর মহেন্দ্র সিং ধোনিকে ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে। অনেকে বলছেন,এটাই নাকি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অনেকদিন হল। এ বার হয়তো পাকাপাকিভাবে ব্যাট তুলে রাখবেন এমএস। তেমনটা হলে,মোদীর নামাঙ্কিত স্টেডিয়াম থেকে শুরু হচ্ছে ধোনির শেষের শুরু। লক্ষাধিক মানুষ টিকিট কেটে নিজের আসন সংরক্ষিত করেছেন শুক্রবারের সন্ধ্যাটার জন্য। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে টসের আগে একাদশ চূড়ান্ত করতে হবে না। অধিনায়কেরা দুটি একাদশ লেখা কাগজ নিয়ে টস করতে নামবেন। এরপর টসের ফলাফলের উপর ভিত্তি করে একাদশ বেছে নেওয়ার সুযোগ থাকছে তাঁদের সামনে। দ্বিতীয়ত, ম্যাচ চলাকালীন একজন ক্রিকেটার বদলানো যাবে। যাঁকে বলা হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার। টসের সময় একাদশের সঙ্গে ৪জন অতিরিক্ত ক্রিকেটার নাম দেবেন ক্যাপ্টেনরা। ম্যাচের মাঝে এই ৪জনের মধ্য থেকে একজনকে একাদশের অন্য কারও জায়গায় বদল করা যাবে। এই ইমপ্যাক্ট প্লেয়ার ব্যাটিং ও বোলিং দুটিই করতে পারবেন। ইমপ্যাক্ট প্লেয়ার নামানো যাবে ইনিংসের ১৫ ওভারের মধ্যে। মোট ১০টি দলকে ভাগ করা হয়েছে ২টি গ্রুপে। প্রতিটি গ্রুপে ৫টি করে দল। লিগপর্বে প্রতিটি দল হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলবে ১৪টি করে ম্যাচ। উদ্বোধনী ম্যাচের দিকে তাকালে দেখা যাবে,প্রথম ম্যাচ থেকেই সিএসকের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বাঁ পায়ে সমস্যা রয়েছে মাহির। প্র্যাকটিস সেশন মিস করেছেন। অবশ্য সিএসকে কর্তৃপক্ষের প্রবল বিশ্বাস,সন্ধ্যা সাতটার সময় উদ্বোধনী ম্যাচে টস করতে নামবেন ধোনি। গত মরসুমটা একেবারেই ভালো কাটেনি চেন্নাইয়ের। পয়েন্ট তালিকায় একেবারে নিচের দিকে ছিল সিএসকে। ক্যাপ্টেন্সি নিয়ে চল্লিশোর্ধ ধোনির ধারেকাছে এখনও কেউ নেই। চর্চায় রয়েছেন বেন স্টোকস। তাঁকে কীভাবে ব্যবহার করেন ধোনি সেটাই দেখার। গুজরাট জায়ান্টসের জন্য গতবারের থেকে কাজটা আরও কঠিন হতে চলেছে। এই প্রথমবার ভিন্ন ভিন্ন ভেনুতে গিয়ে খেলতে হবে হার্দিক পান্ডিয়াদের। দলে রয়েছে শুভমন গিলের মতো দুর্দান্ত ছন্দে থাকা ব্যাটার। রশিদ খানের ধারাবাহিকতার অভাব নেই। কেন উইলিয়ামসনের মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন দলে। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নিজেও অলরাউন্ড পারফরম্যান্সে অবদান রাখতে চান। ম্যাচের আগের দিন আমেদাবাদে ভালই বৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মোদী স্টেডিয়ামের পিচেও রানের বর্ষণের সম্ভাবনা।

Leave a Reply