IPL 2023 Opening Ceremony Live: ক্রিকেটের আগেও বিনোদন, লক্ষাধিক দর্শকের সামনে শুরু হল আইপিএলের ওপেনিং সেরেমনি


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Mar 31, 2023 | 6:05 PM

IPL Opening Ceremony Live Updates in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠদশ সংস্করণ শুরু আজ। ওপেনিং সেরিমনির পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য় নজর রাখুন এই লাইভব্লগে।

IPL 2023 Opening Ceremony Live: ক্রিকেটের আগেও বিনোদন, লক্ষাধিক দর্শকের সামনে শুরু হল আইপিএলের ওপেনিং সেরেমনি

আইপিএল-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ আপডেট

LIVE Cricket Score & Updates

  • 31 Mar 2023 06:05 PM (IST)

    ওপেনিং সেরেমনির মঞ্চ মাতাচ্ছেন অরিজিৎ

    অরিজিৎ সিংয়ের গান দিয়ে শুরু হল আইপিএল-২০২৩ এর ওপেনিং সেরেমনি।

  • 31 Mar 2023 06:02 PM (IST)

    আইপিএল-২০২৩ এর ওপেনিং সেরেমনি শুরু

    আইপিএল-২০২৩ এর ওপেনিং সেরেমনিতে সঞ্চালনা শুরু করলেন মন্দিরা বেদী। এ বছর হওয়া উইমেন্স প্রিমিয়ার লিগেও তিনিই সঞ্চালনা করেছিলেন।

  • 31 Mar 2023 05:58 PM (IST)

    আইপিএলের বিউগল বাজার দিন শুরু

    আইপিএল বিউগল বাজার দিন শুরু। হার্দিক-ধোনি দ্বৈরথের জন্য সেজে উঠেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

  • 31 Mar 2023 05:35 PM (IST)

    থাকছে জমজমাট ড্রোন শো

    এ বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের পর থাকছে বিশেষ ড্রোন শো।

  • 31 Mar 2023 05:24 PM (IST)

    নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সামনে থিকথিকে ভিড়

    আর কিছুক্ষণ পর শুরু হবে আইপিএলের ১৬-তম সংস্করণের প্রথম ম্যাচ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সামনে থিকথিকে ভিড়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানকার ছবি-ভিডিয়ো।

  • 31 Mar 2023 05:10 PM (IST)

    সন্ধ্যা ৬টায় হবে ওপেনিং সেরেমনি

    আজ সন্ধ্যা ৬টা নাগাদ শুরু হবে আইপিএল-২০২৩ এর ওপেনিং সেরেমনি। ৪ বছর পর হতে চলেছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

  • 31 Mar 2023 05:02 PM (IST)

    আজ আইপিএল-১৬র বোধন

    আজ, শুক্রবার শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত আইপিএল-২০২৩। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

আমেদাবাদ : ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটের মেগা শো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ শুরু আজ। উদ্বোধনী ম্য়াচে নামছে গত বারের চ্য়াম্পিয়ন গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ার দলের সামনে টুর্নামেন্টের অন্য়তম সফল দল চেন্নাই সুপার কিংস। ম্য়াচের আগে অবশ্য় গ্র্য়ান্ড ওপেনিং শো থাকছে। দেশের অন্য়তম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। পাশাপাশি পারফর্ম করবেন দুই নায়িকা তামান্না ভাটিয়া ও সামান্থা। সব কিছুর মাঝে আশঙ্কা বৃষ্টি। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওপেনিং সেরিমনি এবং ম্য়াচ। বৃহস্পতিবার বৃষ্টিতে সমস্য়ায় পড়েছে দু-দলই। ভালো ভাবে প্রস্তুতি সারতে পারেনি তারা। গ্য়ালারিতে প্রায় লক্ষাধিক দর্শক, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্য়মে অগুনতি সংখ্যা। সকলের প্রত্যাশায় বৃষ্টি যাতে জল না ঢালে সেটাই প্রার্থনা। আইপিএলের (IPL) উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্য়াচের লাইভ আপডেটের জন্য় নজর রাখুন TV9Bangla-র এই পেজে।

Published On – Mar 31,2023 5:00 PM



Leave a Reply