GT vs CSK, IPL: আইপিএল-১৬-র উদ্বোধনী ম্যাচে ধোনির চেন্নাইকে ৫ উইকেটে হারিয়েছে হার্দিকের গুজরাট।
Image Credit source: IPL Website
আমেদাবাদ: গুরু-শিষ্যের সম্পর্কে কি টানাপোড়েন? যাঁকে দেখে ক্যাপ্টেন্সি শিখেছেন বলেন, সেই তাঁকেই সামনাসামনি দেখেও হাত মেলালেন না! আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে অরিজিৎ সিংয়ের প্রণাম করার ছবি যেমন ভাইরাল, তেমনই ভাইরাল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাত না মেলানোর ছবি। ঘটনাচক্রে দুই ছবির কেন্দ্রীয় চরিত্র মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আইপিএলের দুনিয়ায় এখন একটাই চর্চা হার্দিক-ধোনি সম্পর্কের অবনতি কেন ঘটল? শুক্রবার সন্ধ্যে সারা ভারতবর্ষ চোখ রেখেছিল মোতেরা স্টেডিয়ামে। সবাই দেখেছেন উদ্বোধনের মঞ্চে ট্রফি নিয়ে পৌঁছনোর পর ধোনির দিকে সৌজন্যের হাত বাড়িয়ে দেননি গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল-১৬ শুরু হওয়ার আগে হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করেন জনপ্রিয় প্লে ব্যাক গায়ক অরিজিৎ সিং, দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় অভিনেত্রী রশ্নিকা মান্ধানা ও তামান্না ভাটিয়া। এই তিন তারকার চোখ জুড়ানো পারফরম্যান্সের পর দুই দলের অধিনায়ককে মঞ্চে ডেকে নেন আইপিএল-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক মন্দিরা বেদী। বাগি কারে করে ধোনি এবং হার্দিক একে একে মাঠের মধ্যে আসেন। প্রথমে ধোনি ওঠেন মঞ্চে। তারপর হার্দিক চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে স্টেজে ওঠেন। সেই মুহূর্তের ভিডিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে আইপিএল ট্রফি মঞ্চে রাখার পর তিনি আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমালের সঙ্গে হাত মেলান। তারপর তিনি বিসিসিআই সচিব জয় শাহ, প্রেসিডেন্ট রজার বিনি, অভিনেত্রী রশ্মিকা মান্ধানা ও তামান্না ভাটিয়ার পর অরিজিৎ সিংয়ের সঙ্গে হাত মেলান। অরিজিতকে আলিঙ্গনও করেন হার্দিক। তাঁকে শুধু হাত মেলাতে দেখা যায়নি ধোনির সঙ্গে। এদিকে ধোনিই ছিলেন হার্দিকের সামনে, সবার প্রথমে।
same on u hardik pandya #ipol2023 pic.twitter.com/KjdXSW1zns
— Lokesh pandat (@LokeshS30714400) March 31, 2023
হার্দিক মঞ্চের মধ্যে ধোনির দিকে সৌজন্যের হাত না বাড়ালেও, স্টেজ থেকে নামার সময় দু’জনকে একসঙ্গে হাসতে হাসতে মাঠে নামতে দেখা যায়। সে সময় মাহির কাঁধে হাতও রেখেছিলেন হার্দিক। এরপর দু’জনের আরও কথা হয়। ফলে হার্দিক যে ইচ্ছাকৃতভাবে ধোনির সঙ্গে হাত মেলাননি তেমনটা নয়। যদি তাঁদের সম্পর্কে অবনতি হত, তা হলে স্টেজ থেকে একসঙ্গে তাঁরা হেসে হেসে কথা বলতে বলতে নামতেন না।