PBKS vs KKR Key Players : মহা ধুমধামে শুরু আইপিএলের ষষ্ঠদশ সংস্করণ। আজ ডাবল হেডার। মোহালিতে মুখোমুখি হবে পঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স। কারা হতে পারেন এই ম্য়াচের ‘ইমপ্যাক্ট’ প্লেয়ার! নতুন নিয়মের কথা বলা হচ্ছে না। আরও সহজ করে বলা ভালো, এই ম্য়াচে কোন প্লেয়াররা ম্য়াচের মোড় ঘুরিয়ে দিতে পারেন! দেখে নেওয়া যাক…।
Apr 01, 2023 | 8:30 AM