LSG vs DC Live Score, IPL 2023 : শনি-রাতে মুখোমুখি লখনউ-দিল্লি, জয় দিয়ে যাত্রা শুরু করবে কারা?


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Apr 01, 2023 | 6:45 PM

Lucknow Super Giants vs Delhi Capitals, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

LSG vs DC Live Score, IPL 2023 : শনি-রাতে মুখোমুখি লখনউ-দিল্লি, জয় দিয়ে যাত্রা শুরু করবে কারা?

লখনউতে মুখোমুখি LSG ও DC

Image Credit source: Graphics – TV9Bangla

Key Events

এক নজরে হেড টু হেড

দুই দলের এর আগে ২ বার সাক্ষাৎ হয়েছে। তাতে লখনউ জিতেছে ২ বারই।

ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ

শনি-রাতে মুখোমুখি লখনউ-দিল্লি।

LIVE Cricket Score & Updates

লখনউ: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ শুরু হয়ে গিয়েছে। আগামী ২ মাস ধরে চলবে বিনোদনে ভরপুর আইপিএল। আজ শনিবার রয়েছে আইপিএল-১৬-র (IPL) ডাবল হেডার। দ্বিতীয় ম্যাচ হবে লখনউতে। চলতি আইপিএলের তৃতীয় ম্যাচে লড়াই হবে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও ডেভিড ওয়ার্নারের (Delhi Capitals) দিল্লি ক্যাপিটালসের। গত বছরের শেষে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। যে কারণে এ বারের আইপিএলে তাঁর খেলা হচ্ছে না। তাঁর বদলে দিল্লি অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ডেভিড ওয়ার্নারকে। গত আইপিএলে ৫ নম্বরে শেষ করেছিল দিল্লি। অন্যদিকে আইপিএলে আত্মপ্রকাশের বছর তিন নম্বরে শেষ করেছিল লখনউ। হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ২ বার মুখোমুখি হয়েছিল দুই দল। তার মধ্যে দু’বারই জিতেছিল লখনউ। এ বার দেখার এই মরসুমে দুই দল কেমন পারফর্ম করে। TV9Bangla-র এই লাইভব্লগে দেখুন লখনউ-দিল্লি ম্যাচের খুঁটিনাটি তথ্য।

Published On – Apr 01,2023 6:30 PM

Leave a Reply