হার দিয়ে নাইটদের আইপিএল যাত্রা শুরুর পেছনে কোন কারণ?


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Apr 02, 2023 | 7:00 AM

IPL 2023: বীর-জারার দ্বৈরথে জয় হয়েছে জারার। মোহালিতে শনি-বিকেলে আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস ও নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ডিএলএস মেথডে ৭ রানে হেরেছে কেকেআর। এ ছাড়াও নাইটদের হার দিয়ে আইপিএল যাত্রা শুরুর পেছনে রয়েছে কোন কারণ, জেনে নিন…

Apr 02, 2023 | 7:00 AM

দিনের ম্যাচে টস জিতে ব্যাটিং করাটাই শ্রেয়। পঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে টসে জেতার পরও কেকেআর (KKR) ক্যাপ্টেন নীতীশ রানা ফিল্ডিং বেছে নেন। মোহালিতে পরের দিকে ব্যাট করলে আলাদা অ্যাডভান্টেজ থাকবে তেমন ব্যাপার নেই। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

দিনের ম্যাচে টস জিতে ব্যাটিং করাটাই শ্রেয়। পঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে টসে জেতার পরও কেকেআর (KKR) ক্যাপ্টেন নীতীশ রানা ফিল্ডিং বেছে নেন। মোহালিতে পরের দিকে ব্যাট করলে আলাদা অ্যাডভান্টেজ থাকবে তেমন ব্যাপার নেই। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

মোহালির ওয়েদার জানার পরও কেন নীতীশ প্রথমে ফিল্ডিং বেছেছিলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ম্যাচের আগের দিনও মোহালিতে বৃষ্টি হয়েছিল। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

মোহালির ওয়েদার জানার পরও কেন নীতীশ প্রথমে ফিল্ডিং বেছেছিলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ম্যাচের আগের দিনও মোহালিতে বৃষ্টি হয়েছিল। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

কেকেআর বৃষ্টির কথার মাথার রেখে হিসেব করেছিল ডিএলএস কাজে লাগতে পারে। কিন্তু আদতে তা হয়নি। বীর-জারার দ্বৈরথে জয় হয়েছে জারার। আর ভিআইপি গ্যালারিতে হাজিরও ছিলেন প্রীতি জিন্টা। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

কেকেআর বৃষ্টির কথার মাথার রেখে হিসেব করেছিল ডিএলএস কাজে লাগতে পারে। কিন্তু আদতে তা হয়নি। বীর-জারার দ্বৈরথে জয় হয়েছে জারার। আর ভিআইপি গ্যালারিতে হাজিরও ছিলেন প্রীতি জিন্টা। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে পঞ্জাব কিংস। বোর্ডে বড় রানের টার্গেট কেকেআরের চাপ বাড়ায়। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে পঞ্জাব কিংস। বোর্ডে বড় রানের টার্গেট কেকেআরের চাপ বাড়ায়। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

নাইটদের একাদশে অনুকূল রায় কেন সুযোগ পেলেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। মূলত তিনি বোলার, ব্যাটিংটাও করতে পারেন। সেই অনুকূলকে একাদশে রেখেও তাঁকে দিয়ে এক ওভারও বোলিং করানো হল না কেন? তা নিয়ে প্রশ্ন থাকছে। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

নাইটদের একাদশে অনুকূল রায় কেন সুযোগ পেলেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। মূলত তিনি বোলার, ব্যাটিংটাও করতে পারেন। সেই অনুকূলকে একাদশে রেখেও তাঁকে দিয়ে এক ওভারও বোলিং করানো হল না কেন? তা নিয়ে প্রশ্ন থাকছে। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

বড় রানের টার্গেট তাড়া করতে গেলে একদিক থেকে অ্যাঙ্কর ইনিংস খেলতে হত, যা পারেনি কেকেআর। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

বড় রানের টার্গেট তাড়া করতে গেলে একদিক থেকে অ্যাঙ্কর ইনিংস খেলতে হত, যা পারেনি কেকেআর। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

তিন নম্বরে একজন স্পেশালিস্ট ব্যাটারের প্রয়োজন ছিল। সেখানে ক্যাপ্টেন নীতীশ রানা নিজে নামতে পারতেন। তাঁর জায়গায় অনুকূল রায় নেমেছিলেন। এই পরিকল্পনা খাটেনি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

তিন নম্বরে একজন স্পেশালিস্ট ব্যাটারের প্রয়োজন ছিল। সেখানে ক্যাপ্টেন নীতীশ রানা নিজে নামতে পারতেন। তাঁর জায়গায় অনুকূল রায় নেমেছিলেন। এই পরিকল্পনা খাটেনি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

যদি নাইটদের ক্যামিও ইনিংসই প্রয়োজন ছিল সেক্ষেত্রে সুনীল নারিনকে আগে নামাতে পারত কেকেআর। অতীতে নারিন ওপেনও করেছেন। উল্লেখ্য, ভেঙ্কটেশ আইয়ারের উইকেট না পড়লে ম্যাচের ফল আলাদা হতে পারত। নাইটরা ওই ম্যাচ থেকে একটি স্বস্তি পেয়েছে, তা হল আন্দ্রে রাসেল ব্যাটিংয়ে নজর কেড়েছিলেন। এ বার দেখার পরের ম্যাচে নাইটরা জয়ে ফিরতে পারে কি না। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

যদি নাইটদের ক্যামিও ইনিংসই প্রয়োজন ছিল সেক্ষেত্রে সুনীল নারিনকে আগে নামাতে পারত কেকেআর। অতীতে নারিন ওপেনও করেছেন। উল্লেখ্য, ভেঙ্কটেশ আইয়ারের উইকেট না পড়লে ম্যাচের ফল আলাদা হতে পারত। নাইটরা ওই ম্যাচ থেকে একটি স্বস্তি পেয়েছে, তা হল আন্দ্রে রাসেল ব্যাটিংয়ে নজর কেড়েছিলেন। এ বার দেখার পরের ম্যাচে নাইটরা জয়ে ফিরতে পারে কি না। (ছবি-আইপিএল ওয়েবসাইট)


Most Read Stories

Leave a Reply