SRH vs RR Live Score, IPL 2023: নিজামের শহরে ফিরল আইপিএল, টস জিতল হায়দরাবাদ, প্রথমে ব্যাটিং রাজস্থানের


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Apr 02, 2023 | 3:12 PM

Punjab Kings vs Kolkata Knight Riders Live Score in Bengali: দেখুন আইপিএলে পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

SRH vs RR Live Score, IPL 2023: নিজামের শহরে ফিরল আইপিএল, টস জিতল হায়দরাবাদ, প্রথমে ব্যাটিং রাজস্থানের

Image Credit source: গ্রাফিক্স: টিভি৯ বাংলা

LIVE Cricket Score & Updates

  • 02 Apr 2023 03:11 PM (IST)

    সানরাইজার্স হায়দরাবাদ একাদশ

    একাদশে হায়দরাবাদের চার বিদেশি ব্রুক,ফজলহক ফারুকি, গ্লেন ফিলিপস এবং আদিল রশিদ।

  • 02 Apr 2023 03:02 PM (IST)

    টস আপডেট

    টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ভুবনেশ্বর কুমারের।

  • 02 Apr 2023 02:37 PM (IST)

    রাজস্থানের সম্ভাব্য একাদশ

    রয়্যালসের একাদশে প্রথম ছয় মোটামুটি সেট। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল, জস বাটলার। এরপর দেবদত্ত পাডিকাল, সঞ্জু স্য়ামসন, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ রয়েছেন। চমক হতে পারেন পাওয়ারফুল ব্য়াটার আকাশ বশিষ্ঠ। বোলিং বিভাবে ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহালের জায়গা নিশ্চিত। পরিস্থিতি বুঝে জেসন হোল্ডার কিংবা রবিচন্দ্রন অশ্বিনের কম্বিনেশন।

  • 02 Apr 2023 02:35 PM (IST)

    হায়দরাবাদের সম্ভাব্য একাদশ

    বিদেশিদের মধ্যে নিঃসন্দেহে থাকবেন হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপ্স। পরিস্থিতি বিচার করে লেগ স্পিনার আদিল রশিদ কিংবা আফগানিস্তানের বাঁ হাতি পেসার ফজলহক ফারুকিকে খেলানো হতে পারে। পেসারদের জন্য় সহযোগিতা থাকলে দেশের এক্সপ্রেস বোলার উমরান মালিকের সঙ্গে খেলানো হতে পারে আফগান পেসারকেই। সঙ্গে থাকছেন ভুবনেশ্বর কুমার। ব্য়াটিং বিভাগে অভিষেক শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠিদের মতো ভারতীয় দক্ষ প্লেয়ার রয়েছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজও ডাবল হেডার। দিনের প্রথম ম্য়াচে নামছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। হায়দরাবাদের হোম ম্যাচ। নামটা পুরনো হলেও ব্য়াপক বদলে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের স্কোয়াড। সব বিভাগেই শক্তি বাড়িয়েছে তারা। প্রথম ম্য়াচে অবশ্য খামতি থাকছেই। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পাওয়া যাবে না আজকের ম্যাচে। এতে বেশ সমস্য়ায় কিংবা কঠিন পরীক্ষার সামনে সানরাইজার্স হায়দরাবাদ। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে নেতৃত্বে সাফল্য পেয়েছেন এডেন মার্করাম। আইপিএলেও সানরাইজার্সকে নেতৃত্ব দেবেন তিনিই। প্রথম ম্যাচে অবশ্য খেলতে পারবেন না। মার্করামের পরিবর্তে প্রথম ম্য়াচে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। অন্য় দিকে, তরুণ অধিনায়ক সঞ্জু স্যামসনের নেতৃত্ব আরও একটা ভালো মরসুমের লক্ষ্য়ে নামছে রাজস্থান রয়্যালস।

Published On – Apr 02,2023 2:32 PM

Leave a Reply