‘ঘুম থেকে উঠে দেখবে আমি দলের সঙ্গে নেই’, কাকে হুঁশিয়ারি ধোনির?


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Apr 04, 2023 | 12:47 AM

Chennai Super Kings vs Lucknow Super Giants Post Match Comment : মইন আলি ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন। মিচেল স্যান্টনার ১ উইকেট নিলেও রান দিয়েছেন মাত্র ২১ রান। ম্য়াচ জিতলেও পেসারদের পারফরম্য়ান্সে খুশি নন সিএসকে অধিনায়ক।

CSK vs LSG : 'ঘুম থেকে উঠে দেখবে আমি দলের সঙ্গে নেই', কাকে হুঁশিয়ারি ধোনির?

চেন্নাই : হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ফিরেই জয়। দীর্ঘ প্রায় চার বছর পর চিপকে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। হলুদ ঝড়ের অপেক্ষা ছিল। গ্যালারিতে সেই ঝড় দেখা গেল। মাঠেও। কিন্তু বোর্ডে ২১৭ রানের বিশাল পুঁজি থাকা সত্ত্বেও মাত্র ১২ রানের ব্যবধানে জয়! ব্যাটিংয়ে ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে দারুণ শুরু দেন। মিডল অর্ডারে ইমপ্যাক্টফুল ইনিংস খেলেন শিবম দুবে, মইন আলি, অম্বতি রায়ডুরা। বোলিংয়ে দুই স্পিনার মইন আলি এবং মিচেল স্যান্টনারের দাপট। মইন আলি ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন। মিচেল স্যান্টনার ১ উইকেট নিলেও রান দিয়েছেন মাত্র ২১ রান। ম্যাচ জিতলেও পেসারদের পারফরম্যান্সে খুশি নন সিএসকে অধিনায়ক। হুঁশিয়ারি দিলেন ‘নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে হবে’। কী বললেন মাহি? বিস্তারিত TV9Bangla-য়।

বিস্তারিত আসছে….

Leave a Reply