Image Credit source: TV9 Bangla Graphics
চেন্নাই : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ শুরু হয়েছে। টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। দীর্ঘ চার বছর পর ঘরের মাঠে ‘থালা’কে খেলতে দেখার সুযোগ চেন্নাই সুপার কিংস সমর্থকদের সামনে। চিপক স্টেডিয়ামে হলুদ ঝড়ের অপেক্ষা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের কাছে হেরেছে চেন্নাই। তবে নজর কেড়েছিলেন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। মাত্র ৫০ বলে ৯২ রানের অনবদ্য ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার। হোম ম্যাচে নজর থাকবে তাঁর দিকে। সিএসকে-র মিডল অর্ডার ব্যাটিং অবশ্য হতাশ করেছে প্রথম ম্যাচে। উল্টোদিকে, লখনউ সুপার জায়ান্টস টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৫০ রানের বিশাল ব্যবধানে জিতেছে। ওপেনার কাইল মেয়ার্স ব্যাটিংয়ে নজর কেড়েছেন। ম্যাচের নায়ক অবশ্য মার্ক উড। মাত্র ১৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন উড। চিপকে চেন্নাই সুপার কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
Key Events
হার দিয়ে এ বারের আইপিএল শুরু করেছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে সিএসকে মিডল অর্ডারে নজর থাকবে।
লখনউতে মার্ক উডের এক্সপ্রেস গতিতে বেলাইন হয়েছিল দিল্লি ক্যাপিটালস। চিপকে বাড়তি নজর থাকবে সিএসকে-র প্রাক্তনী উডের দিকে।
LIVE Cricket Score & Updates