Royal Challengers Bangalore vs Mumbai Indians: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম বোলারদের জন্য খুবই কঠিন। তার প্রধান কারণ, এখানকার বাউন্ডারি ছোটো। বিশেষ করে স্কোয়ার এবং উইকেটের পেছনের বাউন্ডারি। একটা মিস হিটও বাউন্ডারির ওপারে গিয়ে পড়তে পারে। পিচও ব্যাটিং সহায়ক। চিন্নাস্বামীতে আরসিবি বনাম মুম্বই ম্যাচে বোলিংয়ে কারা হিট, কে ফ্লপ!
Apr 03, 2023 | 4:14 PM