সিরাজের প্রথম স্পেল, করণ স্পেশাল; চিন্নাস্বামীতে বোলাররা কেমন পারফর্ম করলেন?


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Apr 03, 2023 | 4:14 PM

Royal Challengers Bangalore vs Mumbai Indians: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম বোলারদের জন্য খুবই কঠিন। তার প্রধান কারণ, এখানকার বাউন্ডারি ছোটো। বিশেষ করে স্কোয়ার এবং উইকেটের পেছনের বাউন্ডারি। একটা মিস হিটও বাউন্ডারির ওপারে গিয়ে পড়তে পারে। পিচও ব্যাটিং সহায়ক। চিন্নাস্বামীতে আরসিবি বনাম মুম্বই ম্যাচে বোলিংয়ে কারা হিট, কে ফ্লপ!

Apr 03, 2023 | 4:14 PM

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর অধিনায়ক ফাফ ডু'প্লেসি। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন মহম্মদ সিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাবাহিক এই পেসার। (ছবি: আইপিএল)

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর অধিনায়ক ফাফ ডু’প্লেসি। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন মহম্মদ সিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাবাহিক এই পেসার। (ছবি: আইপিএল)

প্রথম স্পেলে পাওয়ার প্লে-র মধ্যেই টানা তিন ওভার বোলিং করেন মহম্মদ সিরাজ। প্রথম স্পেলে ৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে এক উইকেট। তাঁর এবং দীনেশ কার্তিকের ভুল বোঝাবুঝি না হলে রোহিতের উইকেটও সিরাজের ঝুলিতেই আসত। (ছবি: আইপিএল)

প্রথম স্পেলে পাওয়ার প্লে-র মধ্যেই টানা তিন ওভার বোলিং করেন মহম্মদ সিরাজ। প্রথম স্পেলে ৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে এক উইকেট। তাঁর এবং দীনেশ কার্তিকের ভুল বোঝাবুঝি না হলে রোহিতের উইকেটও সিরাজের ঝুলিতেই আসত। (ছবি: আইপিএল)

পাঁচ বারের চ্য়াম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অনবদ্য বোলিং করেন করণ শর্মা। ওয়ানিন্দু হাসারঙ্গার অনুপস্থিতিতে অভিজ্ঞ লেগ স্পিনার করণ শর্মাকে খেলায় আরসিবি। বয়স বাড়লেও ধার কমেনি, প্রথম ম্য়াচেই বুঝিয়ে দিলেন করণ। (ছবি: আইপিএল)

পাঁচ বারের চ্য়াম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অনবদ্য বোলিং করেন করণ শর্মা। ওয়ানিন্দু হাসারঙ্গার অনুপস্থিতিতে অভিজ্ঞ লেগ স্পিনার করণ শর্মাকে খেলায় আরসিবি। বয়স বাড়লেও ধার কমেনি, প্রথম ম্য়াচেই বুঝিয়ে দিলেন করণ। (ছবি: আইপিএল)

মুম্বই ব্য়াটিংয়ে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন নেহাল ওয়াদেরা। করণের বোলিংয়ে কোহলির ক্য়াচে ফেরেন নেহাল। সেরা উইকেট ছিল, টিম ডেভিডের উইকেট। এই বিধ্বংসী ব্যাটারকে ক্লিন বোল্ড করেন করণ। টিম ডেভিডকে বোল্ড করার পরই করণকে জড়িয়ে ধরেন অধিনায়ক ফাফ ডু'প্লেসি। (ছবি: আইপিএল)

মুম্বই ব্য়াটিংয়ে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন নেহাল ওয়াদেরা। করণের বোলিংয়ে কোহলির ক্য়াচে ফেরেন নেহাল। সেরা উইকেট ছিল, টিম ডেভিডের উইকেট। এই বিধ্বংসী ব্যাটারকে ক্লিন বোল্ড করেন করণ। টিম ডেভিডকে বোল্ড করার পরই করণকে জড়িয়ে ধরেন অধিনায়ক ফাফ ডু’প্লেসি। (ছবি: আইপিএল)

ম্য়াচ হারলেও মুম্বই শিবিরে হিট আর এক অভিজ্ঞ লেগ স্পিনার পীযুষ চাওলা। ক্রিজে বিধ্বংসী মেজাজে ফাফ ডু'প্লেসি এবং বিরাট কোহলি। কোনও বোলারকেই রেয়াত করছিলেন না। সে সময় একমাত্র লড়াই পীযুষ চাওলার। (ছবি: আইপিএল)

ম্য়াচ হারলেও মুম্বই শিবিরে হিট আর এক অভিজ্ঞ লেগ স্পিনার পীযুষ চাওলা। ক্রিজে বিধ্বংসী মেজাজে ফাফ ডু’প্লেসি এবং বিরাট কোহলি। কোনও বোলারকেই রেয়াত করছিলেন না। সে সময় একমাত্র লড়াই পীযুষ চাওলার। (ছবি: আইপিএল)

বিরাট-ফাফ জুটি ওপেনিংয়ে ১৪৮ রান যোগ করেন। মুম্বইয়ের অভিজ্ঞ স্পিনারকে সমীহ করতে বাধ্য হয় এই জুটিও। উইকেট না পেলেও পীযুষ চাওলা ৪ ওভারে মাত্র ২৬ রান দেন। (ছবি: আইপিএল)

বিরাট-ফাফ জুটি ওপেনিংয়ে ১৪৮ রান যোগ করেন। মুম্বইয়ের অভিজ্ঞ স্পিনারকে সমীহ করতে বাধ্য হয় এই জুটিও। উইকেট না পেলেও পীযুষ চাওলা ৪ ওভারে মাত্র ২৬ রান দেন। (ছবি: আইপিএল)

মুম্বই শিবিরে ফ্লপ বাঁ হাতি পেসার জেসন বেহরেনডর্ফ। তাঁকে প্রথম একাদশে রাখেনি মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক রোহিত শর্মার অন্য় পরিকল্পনা ছিল। একাদশে তিন বিদেশি রাখায় আন্দাজ করা গিয়েছিল। (ছবি: আইপিএল)

মুম্বই শিবিরে ফ্লপ বাঁ হাতি পেসার জেসন বেহরেনডর্ফ। তাঁকে প্রথম একাদশে রাখেনি মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক রোহিত শর্মার অন্য় পরিকল্পনা ছিল। একাদশে তিন বিদেশি রাখায় আন্দাজ করা গিয়েছিল। (ছবি: আইপিএল)

আরসিবি ইনিংস শুরু হতেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় জেসন বেহরেনডর্ফকে। বোলিং ওপেনও করেন। শেষ অবধি তাঁর বোলিং পরিসংখ্য়ান খুবই হতাশার। ৩ ওভারে ৩৭ রান দেন জেসন। (ছবি: আইপিএল)

আরসিবি ইনিংস শুরু হতেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় জেসন বেহরেনডর্ফকে। বোলিং ওপেনও করেন। শেষ অবধি তাঁর বোলিং পরিসংখ্য়ান খুবই হতাশার। ৩ ওভারে ৩৭ রান দেন জেসন। (ছবি: আইপিএল)


Most Read Stories

Leave a Reply