IPL 2023: বিধ্বংসী বাটলার, রাজস্থান ইনিংসে তিনটি অর্ধশতরান; ‘ইমপ্যাক্ট’ সামাদের


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Apr 03, 2023 | 8:00 AM

SRH vs RR, IPL: গত বারের রানার্সরা এ বারের আইপিএল শুরু করেছে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে। ৭২ রানের বড় ব্যবধানে জিতেছে পিঙ্ক আর্মি। অরেঞ্জ আর্মির কোনও বোলারকেই ছেড়ে কথা বলেননি জস বাটলার, সঞ্জু স্যামসনরা। ব্যাট হাতে হায়দরাবাদ-রাজস্থান ম্যাচে দাপট দেখিয়েছেন যাঁরা, ছবিতে দেখুন তাঁদের…

Apr 03, 2023 | 8:00 AM

সানরাইজার্স হায়দরাবাদকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে আইপিএল-২০২২ এর রানার্সরা। গত আইপিএল যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই ১৬তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু করেছেন রাজস্থানের তারকা ক্রিকেটার জস বাটলার। ২০২২ সালে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন বাটলার। এ বার প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন, তাঁর নজর ঠিক কোথায়। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

সানরাইজার্স হায়দরাবাদকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে আইপিএল-২০২২ এর রানার্সরা। গত আইপিএল যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই ১৬তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু করেছেন রাজস্থানের তারকা ক্রিকেটার জস বাটলার। ২০২২ সালে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন বাটলার। এ বার প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন, তাঁর নজর ঠিক কোথায়। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেছিলেন জস বাটলার। তার পর যদিও আর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি বাটলার। ২২ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন তিনি। বিধ্বংসী বাটলার ৫৪ রান করার পথে মেরেছেন ৭টি চার ও ৩টি ছয়। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেছিলেন জস বাটলার। তার পর যদিও আর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি বাটলার। ২২ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন তিনি। বিধ্বংসী বাটলার ৫৪ রান করার পথে মেরেছেন ৭টি চার ও ৩টি ছয়। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

রাজস্থানের টপ অর্ডারের তিন ব্যাটার ৫০ এর বেশি রান করেছেন। জস বাটলার ছাড়াও হায়দরাবাদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছেন যশস্বী জসওয়াল ও রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। রাজস্থানের হয়ে সর্বাধিক রান করেছেন ক্যাপ্টেন সঞ্জু (৫৫)। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

রাজস্থানের টপ অর্ডারের তিন ব্যাটার ৫০ এর বেশি রান করেছেন। জস বাটলার ছাড়াও হায়দরাবাদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছেন যশস্বী জসওয়াল ও রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। রাজস্থানের হয়ে সর্বাধিক রান করেছেন ক্যাপ্টেন সঞ্জু (৫৫)। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

২৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ১৯তম ওভারে টি নটরাজনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে বসেন সঞ্জু। ৩২ বলে ৫৫ রান করার পথে ৩টি চার ও ৪টি ছয় মেরেছেন পিঙ্ক আর্মির নেতা। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

২৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ১৯তম ওভারে টি নটরাজনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে বসেন সঞ্জু। ৩২ বলে ৫৫ রান করার পথে ৩টি চার ও ৪টি ছয় মেরেছেন পিঙ্ক আর্মির নেতা। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

জস বাটলারের সঙ্গে জুটিতে রাজস্থানের ওপেনার যশস্বী জসওয়াল শুরুটা দারুণ করেছিলেন। ওপেনিং জুটিতে ওঠে ৩৫ বলে ৮৫ রান। এ বারের আইপিএলে রবিবারের ডাবল হেডারের আগে অবধি কোনও ম্যাচের পাওয়ার প্লে-তে ৮৫ রান তোলেনি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

জস বাটলারের সঙ্গে জুটিতে রাজস্থানের ওপেনার যশস্বী জসওয়াল শুরুটা দারুণ করেছিলেন। ওপেনিং জুটিতে ওঠে ৩৫ বলে ৮৫ রান। এ বারের আইপিএলে রবিবারের ডাবল হেডারের আগে অবধি কোনও ম্যাচের পাওয়ার প্লে-তে ৮৫ রান তোলেনি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

৩০ বলে হাফসেঞ্চুরি করেন যশস্বী। বাটলারের মতো যশস্বীও হাফসেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১২.৩ ওভারে ফজলহক ফারুকির বলে পুল শট মারেন যশস্বী। স্কোয়্যার লেগে ক্যাচ নেন মায়াঙ্ক আগরওয়াল। ৩৭ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন তিনি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

৩০ বলে হাফসেঞ্চুরি করেন যশস্বী। বাটলারের মতো যশস্বীও হাফসেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১২.৩ ওভারে ফজলহক ফারুকির বলে পুল শট মারেন যশস্বী। স্কোয়্যার লেগে ক্যাচ নেন মায়াঙ্ক আগরওয়াল। ৩৭ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন তিনি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

২০৪ রানের পাহাড়প্রমাণ টার্গেট তাড়া করতে নেমে কার্যত ল্যাজেগোবরে অবস্থা হয় হায়দরাবাদের। প্রথম ওভারেই অরেঞ্জ আর্মিকে জোড়া ধাক্কা দেন ট্রেন্ট বোল্ট। অরেঞ্জ আর্মির হয়ে ব্যাট হাতে একমাত্র নজর কেড়েছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা আব্দুল সামাদ। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

২০৪ রানের পাহাড়প্রমাণ টার্গেট তাড়া করতে নেমে কার্যত ল্যাজেগোবরে অবস্থা হয় হায়দরাবাদের। প্রথম ওভারেই অরেঞ্জ আর্মিকে জোড়া ধাক্কা দেন ট্রেন্ট বোল্ট। অরেঞ্জ আর্মির হয়ে ব্যাট হাতে একমাত্র নজর কেড়েছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা আব্দুল সামাদ। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

হায়দরাবাদের হয়ে সর্বাধিক রান করেছেন আব্দুল সামাদ (৩২*)। তাঁর ক্যামিওতে কিছুটা রানের ব্যবধান কমায় সানরাইজার্স। ৩২ রানের অপরাজিত ইনিংসের পথে কাশ্মীরের সামাদের ব্যাটে এসেছে ২টি চার ও ১টি ছয়। যদিও তাতে রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৭২ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে সানরাইজার্সকে। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

হায়দরাবাদের হয়ে সর্বাধিক রান করেছেন আব্দুল সামাদ (৩২*)। তাঁর ক্যামিওতে কিছুটা রানের ব্যবধান কমায় সানরাইজার্স। ৩২ রানের অপরাজিত ইনিংসের পথে কাশ্মীরের সামাদের ব্যাটে এসেছে ২টি চার ও ১টি ছয়। যদিও তাতে রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৭২ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে সানরাইজার্সকে। (ছবি-আইপিএল ওয়েবসাইট)


Most Read Stories

Leave a Reply