MS Dhoni, IPL 2023: চার বছর পর…প্রিয় থালা’কে স্বাগত জানাতে তৈরি চিপক


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Apr 03, 2023 | 4:43 PM

এই মাঠ, এখানকার সমর্থকদের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক। ২০১৯ সালে শেষবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অর্থাৎ ঘরের মাঠে আইপিএল খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। চার বছর পর ফের হোম ম্যাচে নামছেন ধোনি। প্রিয় ‘থালা’কে স্বাগত জানাতে উপচে পড়বে চিপক, এমনই ধারণা।

Apr 03, 2023 | 4:43 PM

আন্দাজ করা গিয়েছিল অনুশীলনের সময়। ২০২৩ আইপিএলের আগে শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনির প্র্যাকটিস দেখতে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। গায়ে কাঁটা দেওয়া সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল সিএসকের তরফ। (ছবি:টুইটার)

আন্দাজ করা গিয়েছিল অনুশীলনের সময়। ২০২৩ আইপিএলের আগে শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনির প্র্যাকটিস দেখতে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। গায়ে কাঁটা দেওয়া সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল সিএসকের তরফ। (ছবি:টুইটার)

অনুশীলনে এই অবস্থা হলে ম্যাচের দিন কী পরিস্থিতি হবে ভাবুন! সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন কানায় কানায় পূর্ণ চিপকের গ্যালারি তৈরি থাকবে মহেন্দ্র সিং ধোনি ও তাঁর দলকে স্বাগত জানাতে। (ছবি:টুইটার)

অনুশীলনে এই অবস্থা হলে ম্যাচের দিন কী পরিস্থিতি হবে ভাবুন! সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন কানায় কানায় পূর্ণ চিপকের গ্যালারি তৈরি থাকবে মহেন্দ্র সিং ধোনি ও তাঁর দলকে স্বাগত জানাতে। (ছবি:টুইটার)

আইপিএলে ফিরেছে হোম-অ্যাওয়ে ফরম্যাট। প্রথম ম্যাচ আমেদাবাদে খেলার পর দ্বিতীয় ম্যাচে ২০১৯ সালের পর প্রত্যবর্তন হচ্ছে সিএসকে ও মহেন্দ্র সিং ধোনির।  (ছবি:টুইটার)

আইপিএলে ফিরেছে হোম-অ্যাওয়ে ফরম্যাট। প্রথম ম্যাচ আমেদাবাদে খেলার পর দ্বিতীয় ম্যাচে ২০১৯ সালের পর প্রত্যবর্তন হচ্ছে সিএসকে ও মহেন্দ্র সিং ধোনির। (ছবি:টুইটার)

কোভিড অতিমারির কারণে দীর্ঘদিন চিপকে আইপিএলের বল গড়ায়নি। চল্লিশোর্ধ্ব ধোনি আইপিএলে অবসরের পরিকল্পনা তুলে রেখেছিলেন শুধুমাত্র ঘরের মাঠে খেলতে পারছেন না বলে। (ছবি:টুইটার)

কোভিড অতিমারির কারণে দীর্ঘদিন চিপকে আইপিএলের বল গড়ায়নি। চল্লিশোর্ধ্ব ধোনি আইপিএলে অবসরের পরিকল্পনা তুলে রেখেছিলেন শুধুমাত্র ঘরের মাঠে খেলতে পারছেন না বলে। (ছবি:টুইটার)

ঘরের মাঠে আজ সিএসকে-র প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস। প্রথম ম্যাচ গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে হারতে হয়েছিল। ঘরের মাঠে প্রত্যাবর্তনের ম্যাচে চেন্নাইয়ের জয় চাই-ই চাই। (ছবি:টুইটার)

ঘরের মাঠে আজ সিএসকে-র প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস। প্রথম ম্যাচ গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে হারতে হয়েছিল। ঘরের মাঠে প্রত্যাবর্তনের ম্যাচে চেন্নাইয়ের জয় চাই-ই চাই। (ছবি:টুইটার)

সমর্থকদের একাংশের ধারণা, আজই হয়তো ম্যাচের পর আইপিএল থেকে অবসরের কথা ঘোষণা করে দিতে পারেন মাহি। (ছবি:টুইটার)

সমর্থকদের একাংশের ধারণা, আজই হয়তো ম্যাচের পর আইপিএল থেকে অবসরের কথা ঘোষণা করে দিতে পারেন মাহি। (ছবি:টুইটার)

তবে মহেন্দ্র সিং ধোনিকে প্রেডিক্ট করা মুশকিল। চেন্নাই ফ্র্যাঞ্চাইজিটিকে চার বার চ্যাম্পিয়ন করেছেন। পঞ্চমবারের জন্য সিএসকে-র হাতে আইপিএল ট্রফি তুলে দিয়ে যেতে চান।(ছবি:টুইটার)

তবে মহেন্দ্র সিং ধোনিকে প্রেডিক্ট করা মুশকিল। চেন্নাই ফ্র্যাঞ্চাইজিটিকে চার বার চ্যাম্পিয়ন করেছেন। পঞ্চমবারের জন্য সিএসকে-র হাতে আইপিএল ট্রফি তুলে দিয়ে যেতে চান।(ছবি:টুইটার)

 গুজরাটের বিরুদ্ধে আমেদাবাদে আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সমর্থকদের ভিড় ছিল দেখার মতো। মাহি...মাহি ধ্বনিতে মুখরিত হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। চিপকেও ধোনির কামব্যাক স্মরণীয় করে রাখতে তৈরি সমর্থকরা। (ছবি:টুইটার)

গুজরাটের বিরুদ্ধে আমেদাবাদে আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সমর্থকদের ভিড় ছিল দেখার মতো। মাহি…মাহি ধ্বনিতে মুখরিত হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। চিপকেও ধোনির কামব্যাক স্মরণীয় করে রাখতে তৈরি সমর্থকরা। (ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply