এই মাঠ, এখানকার সমর্থকদের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক। ২০১৯ সালে শেষবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অর্থাৎ ঘরের মাঠে আইপিএল খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। চার বছর পর ফের হোম ম্যাচে নামছেন ধোনি। প্রিয় ‘থালা’কে স্বাগত জানাতে উপচে পড়বে চিপক, এমনই ধারণা।
Apr 03, 2023 | 4:43 PM