RCB, IPL 2023: বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে রয়েছে আইপিএল-১৬-তে আরসিবির দ্বিতীয় ম্যাচ।
Image Credit source: Twitter
কলকাতা: লক্ষ্মীবারের ইডেনের ছবিটা কল্পনা করলেই এখন থেকে ভেসে আসছে উপচে পড়া ভিড়ের দৃশ্য। কলকাতার লাখো লাখো ক্রিকেট প্রেমীরা বৃহস্পতিবার, ৬ এপ্রিল হবে ইডেনমুখী। কারণ, এ বারের আইপিএলে (IPL) কেকেআরের প্রথম ম্যাচ রয়েছে আগামী কাল। চলতি আইপিএলে কিং খানের কলকাতা নাইট রাইডার্সের প্রথম হোম ম্যাচের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (KKR vs RCB)। ইডেনের ২২ গজে খেলা বহু ক্রিকেটারের বেশ পছন্দের। প্রাক্তন ভারত ও আরসিবির নেতা বিরাট কোহলিও (Virat Kohli) ক্রিকেটের নন্দনকাননে খেলতে খুব ভালোবাসেন। সোমবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম। তারপর অনুশীলন শুরু করে দিয়েছে আরসিবি। কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগে মঙ্গলবার ছিল আরসিবির ঐচ্ছিক অনুশীলন। সেখানে অংশ না নিয়ে আরসিবির সতীর্থদের নিয়ে বিরাট কোহলি পৌঁছে গিয়েছিলেন কলকাতায় নিজের রেস্তরাঁয়। সেখানেই এক সোফায় কোহলির পাশে দেখা গিয়েছে এক খুদে ফ্যানকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
বিরাট কোহলির ওয়ান ৮ রেস্তরাঁর একটি শাখা রয়েছে কলকাতার পার্ক স্ট্রিট এলাকায়। মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন না করে বিরাট কোহলি সতীর্থদের নিয়ে সেখানেই গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই বিরাট এবং অন্যান্য আরসিবির ক্রিকেটারদের দেখে রেস্তরাঁয় ভিড় জমতে থাকে। বিরাটের সঙ্গে ছিলেন মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ ডু’প্লেসি ও অন্যান্যরা। কোহলির রেস্তারাঁর ভেতরে দাঁড়িয়ে তাঁরা গ্রুপ ছবি তুলেছিলেন। যা ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন কোহলি। রেস্তরাঁর মধ্যে ফ্যানেদের সেলফি তোলার আব্দার, অটোগ্রাফ দেওয়ার মতো আব্দার মেটান কিং কোহলি থেকে ডু’প্লেসিরা। তারই ফাঁকে কোহলির সঙ্গে একই সোফায় বসে ছবি তোলার সুযোগ পায় তাঁর এক খুদে ফ্যান। হাসি মুখে পোজ দেন বিরাট।
কোহলির সঙ্গে এক সোফায় তাঁরই পাশে বসে ছবি তোলার সুযোগ পাওয়া খুদেকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভাগ্যবান বলছেন।
Virat Kohli, @Gmaxi_32 & @mdsirajofficial With A Young Fan At #one8commune Kolkata! ???? @imVkohli • #IPL23 • #ViratGang pic.twitter.com/oyC4hxEfXL
— ViratGang (@ViratGang) April 5, 2023
উল্লেখ্য, এ বারের আইপিএলে জয় দিয়ে যাত্রা শুরু করেছে আরসিবি। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাঙ্গালোর প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছিল। বিরাট কোহলি ৪৯ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন। এ বার দেখার নাইটদের বিরুদ্ধে কোহলির ব্যাট জ্বলে ওঠে কি না।