ছেলেকে নিয়ে ইফতার সানিয়ার, বউয়ের পাশে নেই কেন? শোয়েবকে প্রশ্ন নেটিজেনদের


তোমার সোশ্যাল মিডিয়া পোস্টে সানিয়া মির্জাকে কেন দেখা যায় না? নেটিজেনদের প্রশ্নবাণ শোয়েবের দিকে।

Image Credit source: Twitter

কলকাতা: ছোট, বড় কোনও বিষয়েই স্বামী শোয়েব মালিককে আর দেখা যায় না সানিয়ার (Sania Mirza) পাশে। টেনিস কুইনকে নিয়ে শোয়েব ইনস্টাগ্রামে পোস্ট করলেও উত্তর দেন না সানিয়া। শোয়েব এবং সানিয়ার ডিভোর্সের গুঞ্জনে ফুয়েল ঢেলেছে এমনই ছোটখাটো বিষয়গুলি। সানিয়া দীর্ঘ দুই দশকের টেনিস কেরিয়ারের ইতি টেনেছেন। হায়দারবাদে গ্র্যান্ড ফেয়ারওয়েল পার্টি দিয়েছিলেন তিনি। তাতে সবাই থাকলেও ছিলেন না শোয়েব। সানিয়ার জীবনে ছেলে ইজহানই যে এখন সবকিছু তা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের মাধ্যমে বুঝিয়ে দেন সানিয়া। শোয়েবের (Shoaib Malik) তাতে বিন্দুমাত্র উল্লেখ নেই। অন্যদিকে শোয়েবের সাম্প্রতিক ইনস্টাগ্রাম জুড়ে ছেলে ইজহানের সঙ্গে সময় কাটানোর ছবি ভিডিয়ো। অনুপস্থিত সানিয়া। যা নিয়ে নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েছেন শোয়েব। বউ কোথায়? সানিয়ার সঙ্গে ছবি পোস্ট করো না কেন? এমনই নানা প্রশ্নে বিদ্ধ পাকিস্তানের ক্রিকেটার। বিস্তারিত TV9 Bangla-য়।  

পাকিস্তান সুপার লিগে খেলার পর সম্প্রতি দুবাইয়ে ছেলে ইজহানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শোয়েব। ছেলেকে নিয়ে টেনিস খেলা, গেম স্টেশনে সময় কাটানোর ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন শোয়েব। ছেলের সঙ্গে শোয়েবের সম্পর্ক যে বেশ ভালো তা ভিডিয়োগুলি থেকেই স্পষ্ট। বাবা-ছেলের বন্ডিং নেটিজেনদের পছন্দ হলেও সানিয়াকে নিয়ে প্রশ্ন থেকে ছাড় পাননি শোয়েব। দুবাইয়ে ছেলের সঙ্গে যখন দেখা করতে গিয়েছেন তখন সানিয়া যে আশপাশে থাকবেন তাতে সন্দেহ নেই। তাহলে সানিয়াকে নিয়ে কোনও পোস্ট নেই কেন? প্রশ্নকর্তাদের অধিকাংশই পাকিস্তানের। নেটিজেনদের উৎসাহ নিবারণের কোনও প্রচেষ্টা দেখা যায়নি পাক ক্রিকেটারের মধ্যে।

এদিকে সানিয়াকে দেখা গিয়েছে দুবাইয়ের বাড়িতে ছেলে ইজহানকে নিয়ে ইফতার সারতে। ক্যামেরার উল্টোদিকে কে ছিলেন জানা নেই। তবে শোয়েবের চিহ্নমাত্র ছিল না সেখানে। ক্যাপশনে সানিয়া লেখেন, “আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটির সঙ্গে ইফতার সারছি।” গতমাসে ছেলে, বাবা-মা, বোনের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন সানিয়া। তখনও সঙ্গে ছিলেন না শোয়েব। শোনা যাচ্ছে, ছয়মাস আগেই সানিয়া-শোয়েবের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। মির্জা-মালিক শো চলার কারণে দু’জনে এখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘোষণা করেননি। শো শেষ হলেই সম্পর্কে দাঁড়ি টানার কথা প্রকাশ্যে আনবেন টেনিস কুইন।



Leave a Reply