মার্ক উড শীর্ষেই, পার্পল ক্যাপের দৌড়ে আর কারা?


IPL 2023 : ক্ষীণ হলেও সম্ভাবনা রয়েছে। কেন না, এক ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।

নয়াদিল্লি : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ দেখা গিয়েছে মঙ্গলবার রাতে। ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। তাতেও অবশ্য কিছু বদলায়নি। টানা দুই ম্যাচে হার দিল্লি ক্যাপিটালসের। দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবলের শীর্ষে গুজরাট টাইটান্স। টিম গেমেই জয়। গত মরসুমেও দেখা গিয়েছিল এমনটাই। টাইটান্সের ভিন্ন ৮ জন ক্রিকেটার ম্যাচের সেরার পুরস্কার জিতেছিলেন। এর মধ্যেও কিছু উল্লেখযোগ্য পারফরম্যান্স থাকে। গত দুই ম্যাচেই দারুণ পারফর্ম করেছে গুজরাটের বোলিং আক্রমণ। তবে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে এখনও মার্ক উডই। লখনউ সুপার জায়ান্টসের পেসার দুই ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। আজ, বুধবার গুয়াহাটিতে রয়েছে রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস (RR vs PBKS) ম্যাচ। তার আগে TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কোন বোলাররা রয়েছেন এই পার্পল ক্যাপের দৌড়ে…।

লখনউ সুপার জায়ান্টস এখনও অবধি দুই ম্য়াচ খেলেছে। একটি করে জয় ও হার। প্রথম ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মার্ক উড। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র ১৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে নেন তিন উইকেট। যদিও হার লখনউয়ের। দুই ম্যাচে ৮ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষেই পেসার মার্ক উড।

টুর্নামেন্টে এখনও অবধি সবে ৭টি ম্যাচ হয়েছে। সুতরাং, বোলারদের তালিকায় কে শীর্ষে থাকবে এত তাড়াতাড়ি বলে দেওয়া কঠিন। মার্ক উডের সঙ্গে কিছুটা দূরত্ব থাকলেও, দৌড়ে রয়েছেন আরও অনেকেই। তিন জন বোলার রয়েছেন যাঁদের উইকেট সংখ্যা পাঁচটি করে। এর মধ্যে দু-জনই টেবল টপার গুজরাট টাইটান্সের।

হার্দিকের দলের লেগ স্পিনার রশিদ খান ২ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। মঙ্গলবার রাতে দিল্লির বিরুদ্ধে ৩ উইকেট নেন তিনি। পাঁচ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন গুজরাট টাইটান্সের পেসার মহম্মদ সামি। পাওয়ার প্লে স্পেশালিস্ট সামি ২ ম্যাচে ৭০ রান দিয়ে ৫ উইকেট নেন। পাঁচ উইকেটের ব্র্যাকেটে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের লেগ স্পিনার রবি বিষ্ণোইও।

আজ, বুধবার রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস ম্যাচের পর এই তালিকায় হেরফের হবে! ক্ষীণ হলেও সম্ভাবনা রয়েছে। কেন না, এক ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার মইন আলি, গুজরাট টাইটান্সের পেসার আলজারি জোসেফ ৪টি করে উইকেট নিলেও খেলেছেন দুটি করে ম্যাচ। প্রথম দশে রয়েছেন চার জন স্পিনার। এর মধ্যে তিনজনই রিস্ট স্পিনার।

Leave a Reply