Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore: শাহবাজ আহমেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্স। দীনেশ কার্তিকের জন্য়ও কিছুটা তাই। দীর্ঘ সময় কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন দীনেশ কার্তিক। ইডেন সম্পর্কে তাঁর জ্ঞানও কম নয়। কেকেআরকে নেতৃত্বও দিয়েছেন। সেই একই দল হয়তো নেই তবে প্রতিপক্ষ প্লেয়ারদের সম্পর্কে ওয়াকিবহাল কার্তিক।
Image Credit source: twitter
কলকাতা : ঠিক এক বছর আগের কথা। ওয়াংখেড়েতে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। প্রতিপক্ষ ছিল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্য়াট করে আরসিবিকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল রাজস্থান রয়্য়ালস। রান তাড়ায় ৮৭ রানে পাঁচ উইকেট হারিয়ে প্রবল চাপে ছিল রয়্যাল চ্য়ালেঞ্জার্স। তারপরই সেই বিধ্বংসী ব্য়াটিং। শাহবাজ আহমেদ এবং দীনেশ কার্তিকের অনবদ্য জুটি। মাত্র ৩২ বলে ৬৭ রানের জুটি গড়েন শাহবাজ-কার্তিক। স্ট্রাইকরেট ২০৬.৮! ওয়াংখেড়েতে শেষ অবধি ৪ উইকেটে জেতে আরসিবি। শাহবাজ আহমেদ ২৬ বলে ৪৫ রানে ফিরলেও অপরাজিত থাকেন কার্তিক। ২৩ বলে ৪৪ রান করেন কার্তিক। বৃহস্পতিবার ফের নামছে আরসিবি। প্রতিপক্ষ কিংবা মাঠ এক নয়। কাল, রয়্যাল চ্য়ালেঞ্জার্সের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে কলকাতাকে চাপে রাখতে পারে এই জুটিই। এর অনেক কারণ রয়েছে। বিস্তারিত TV9Bangla-য়।
শাহবাজ আহমেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্স। দীনেশ কার্তিকের জন্য়ও কিছুটা তাই। দীর্ঘ সময় কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন দীনেশ কার্তিক। ইডেন সম্পর্কে তাঁর জ্ঞানও কম নয়। কেকেআরকে নেতৃত্বও দিয়েছেন। সেই একই দল হয়তো নেই তবে প্রতিপক্ষ প্লেয়ারদের সম্পর্কে ওয়াকিবহাল কার্তিক। শাহবাজ আহমেদ ইডেন গার্ডেন্সে ক্লাব ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটে হামেসাই খেলে থাকেন। কয়েক সপ্তাহ আগে এখানে রঞ্জি ট্রফির ফাইনালও খেলেছেন শাহবাজ। ফলে ইডেন সম্পর্কে কেকেআরের অনেক প্লেয়ারের চেয়ে বেশি জানেন শাহবাজ। ইডেনে আরসিবির ‘ইমপ্যাক্ট’ প্লেয়ার হয়ে উঠতে পারেন দীনেশ কার্তিক, শাহবাজরা।
#OnThisDay last year, ???? RR:
DK ???? Shahbaz
Runs: 6️⃣7️⃣ (32)
SR: 2️⃣0️⃣7️⃣.3️⃣
A thrilling 4️⃣-wicket victory at Wankhede! ❤️????And they know a thing or two about Eden Gardens too, the venue for our next game. Bring out your A game gents. #PlayBold #ನಮ್ಮRCB #IPL pic.twitter.com/4L2PGAs17g
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 5, 2023
জয় দিয়ে এ বারের মরসুম শুরু করেছে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। ঘরের মাঠে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটের বড় ব্য়বধানে হারিয়েছে তারা। রান তাড়ায় নেমে বিরাট কোহলি-ফাফ ডু’প্লেসি জুটিতেই ওঠে ১৪৮ রান। তিনে নামানো হয়েছিল দীনেশ কার্তিককে। যদিও ভরসা দিতে পারেননি। তবে একটা ম্য়াচ দিয়ে তাঁকে বিচার করা কঠিন। গত আইপিএলে তুখোর ফর্মে ছিলেন কার্তিক। ইডেনের পুরনো অভিজ্ঞতা থেকে আরসিবির তারকা হয়ে উঠতে পারেন। এই দুইয়ের সঙ্গে ভুললে চলবে না আকাশ দীপের কথাও। তিনিও বাংলার ক্রিকেটার। প্রথম শ্রেনির ক্রিকেটে নিয়মিত খেলেন। ইডেনের পিচের সঙ্গে বন্ধুত্ব রয়েছে বলা যায়। আইপিএলে প্রথম বার ইডেনে খেলবেন আকাশ দীপ।