Rajasthan Royals vs Punjab Kings Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ গুয়াহাটির বর্যাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য় নজর রাখুন এই পেজে।
গ্রাফিক্স: টিভি৯ বাংলা
LIVE Cricket Score & Updates
-
05 Apr 2023 07:01 PM (IST)
টস আপডেট
টস জিতলেন রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। প্রথমে ফিল্ডিং করবে রাজস্থান।
-
05 Apr 2023 06:41 PM (IST)
দ্বিতীয় জয়ের খোঁজে
দুই দলই নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে। গত রবিবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। মোহালিতে ঘরের মাঠে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে কলকাতা নাইট রাইডার্সকে সাত রানে হারায় পঞ্জাব কিংস।
গুয়াহাটি : ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটের মেগা শো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম (IPL 2023) সংস্করণ শুরু হয়েছে। টুর্নামেন্টের অষ্টম ম্যাচে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংস। দীর্ঘ সময় পর হোম অ্যাওয়ে ফরম্যাটে হচ্ছে আইপিএল। রাজস্থান রয়্যালস অবশ্য হোম ম্যাচ খেলছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। রিয়ান পরাগের কাছে ঘরের মাঠ (RR vs PBKS)। প্রথম ম্য়াচে জ্বলে উঠতে পারেননি এই তরুণ অলরাউন্ডার। এই ম্য়াচে নজর থাকবে রিয়ানের দিকে। প্রতিপক্ষ পঞ্জাব কিংস আরও শক্তিশালী হয়ে নামছে। প্রোটিয়া ক্রিকেটার কাগিসো রাবাডা যোগ দিয়েছেন। এই ম্য়াচেই তাঁকে খেলাতে পারে পঞ্জাব। দু-দলই নিজেদের প্রথম ম্য়াচ জিতেছে। ফলে রুদ্ধশ্বাস একটা লড়াইয়ের অপেক্ষা। রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস ম্য়াচের লাইভ আপডেটের জন্য় নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
Published On – Apr 05,2023 6:38 PM