Sunil Narine- Andre Russel : প্রায় চার বছর পর ইডেনে খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে এত দিন পর ম্য়াচ। আর শুরুতেই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি, আরসিবি, কেকেআর নানা উন্মাদনার মাঝে মাইলফলকের ম্যাচে নামছেন সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল।
Apr 06, 2023 | 8:45 AM