একেই বলে শাহরুখ ম্যাজিক, নাইটদের সমর্থনে গলা ফাটাচ্ছেন ডিভিলিয়ার্সের স্ত্রী!


AB de Villiers Wife: কেকেআর বনাম আরসিবির ম্যাচের আগে এবি ডিভিলিয়ার্স এবং তাঁর স্ত্রী ড্যানিয়েল ডিভিলিয়ার্স সম্প্রচারকারী প্ল্যাটফর্মের হয়ে একটি কুইক ফায়ার রাউন্ডে অংশ নিয়েছিলেন। সেখানে স্ত্রী ড্যানিয়েলের স্বীকারোক্তি অবাক করে দিয়েছে ডিভিলিয়ার্সকে।

Image Credit source: Twitter

কলকাতা: ইডেন গার্ডেন্সে চলছে কেকেআর বনাম আরসিবি (KKR vs RCB) আইপিএলের ধুন্ধুমার লড়াই। মাঠে গিজগিজ দর্শক। বিরাট কোহলিরা নেমে পড়েছেন মরসুমের দ্বিতীয় জয়ের খোঁজে। অন্যদিকে ঘরের মাঠে প্রথম ম্যাচে জয় তুলে নিতে মরিয়া কেকেআর। এমন ম্যাচ হলে সমস্যায় পড়ে যান কলকাতার বিরাট কোহলির ফ্যানরা (IPL 2023)। কাকে সমর্থন করবেন? নিজের শহরের ফ্র্যাঞ্চাইজিটিকে নাকি বিরাট কোহলিকে? আজ ইডেনের দর্শক দু’ভাগ। সাধারণ ক্রিকেটপ্রেমীরা ধন্ধে থাকলেও এই ম্যাচে কাকে সমর্থন করছেন তা রাখঢাক না রেখে স্পষ্ট জানিয়ে দিলেন এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) স্ত্রী ড্যানিয়েল। ডিভিলিয়ার্সের স্ত্রী আরসিবিকে সমর্থন করবেন এটাই স্বাভাবিক। কিন্তু সেসবের ধার মাড়ালেন না ড্যানিয়েল। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লক্ষ্মীবারের কেকেআর বনাম আরসিবি ম্যাচে তিনি গলা ফাটাচ্ছে কেকেআরের হয়ে। স্ত্রীর মুখে এমন স্বীকারোক্তি শুনে অবাক মিস্টার ৩৬০। কেন আরসিবিকে ছেড়ে নাইটদের সমর্থনে নামলেন তারও ব্যাখ্যা দিয়েছেন ড্যানিয়েল। কেকেআর প্রীতির পিছনে একটাই কারণ। কী সেটা? রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

আরসিবিকে ট্রফি না জেতাতে পারলেও এবি ডিভিলিয়ার্স হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের তারকা ক্রিকেটার। এখন আর আইপিএলে খেলেন না এবি। তাঁর সম্মানে আরসিবি ডিভিলিয়ার্সের জার্সি চিরতরে তুলে রেখেছে। আরসিবির হল অফ ফেমে স্থান হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারের। কেকেআর বনাম আরসিবির ম্যাচের আগে এবি ডিভিলিয়ার্স এবং তাঁর স্ত্রী ড্যানিয়েল ডিভিলিয়ার্স সম্প্রচারকারী প্ল্যাটফর্মের হয়ে একটি কুইক ফায়ার রাউন্ডে অংশ নিয়েছিলেন। সেখানে স্ত্রী ড্যানিয়েলের স্বীকারোক্তি অবাক করে দিয়েছে ডিভিলিয়ার্সকে।

কুইক ফায়ার রাউন্ডে স্বামী-স্ত্রীকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তার মধ্যে একটি প্রশ্ন ছিল, আইপিএল ২০২৩ সালে কোন টিমকে সমর্থন করছেন আপনারা? এবির মুখ থেকে স্বাভাবিকভাবেই বেরিয়েছে ‘আরসিবি’। কিন্তু মিসেস ডিভিলিয়ার্স বলে ওঠেন, “কেকেআর। কারণ ওটা শাহরুখ খানের দল। ওকে আমার খুব ভালো লাগে।” স্ত্রীর কথা শুনে অবাক হয়ে যান প্রোটিয়া ক্রিকেটার। অবাক হয়ে তিনি বলে ওঠেন, “তুমি কি মজা করছ?” ক্রিকেটার অবাক হলেও ভিডিয়োটিতে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।



Leave a Reply