Kolkata Knight Riders vs Royal Challengers Post Match Comment : এমন ইনিংস কীভাবে খেললেন, জানা নেই শার্দূলেরও। ম্য়াচ শেষে শার্দূলের ইনিংসে অবাক নাইট অধিনায়ক নীতীশ রানাও।
Image Credit source: twitter
দীপঙ্কর ঘোষাল : ইডেন গার্ডেন্সে ম্যাচ। মাঠে বিরাট কোহলি, গ্য়ালারিতে শাহরুখ খান। গ্য়ালারিতে বিরাট কোহলির সমর্থন বেশি নাকি শাহরুখ খানের, এই নিয়ে আলোচনা হতেই পারে। সব কিছুর আকর্ষণ অনেকটাই ছিনিয়ে নিলেন শার্দূল ঠাকুর। তাঁর অনবদ্য় ইনিংস এবং বোলিংয়ে ম্যাচের সেরা বাছতে সমস্য়া হয়নি। শাহরুখ কন্য়া সুহানার হাত থেকে ম্য়াচের সেরার পুরস্কার নিলেন শার্দূল ঠাকুর। মাত্র ২৯ বলে ৬৮ রান এবং এক উইকেট। কলকাতা নাইট রাইডার্স জিতল ৮১ রানের বড় ব্যবধানে। এ বারে মরসুমে প্রথম জয়। ঘরের মাঠে চার বছর পর ফিরেই জয়। শাহরুখ, বিরাটের নাচ। দিন শেষে এক রাশ হাসি নিয়ে মাঠ ছাড়ল কলকাতা নাইট রাইডার্স। এর পর গুজরাট টাইনান্সের বিরুদ্ধে ম্য়াচ। ইডেনে অনবদ্য় জয়ের পর কী বলছে কেকেআর শিবির? বিস্তারিত TV9Bangla-য়।
ম্যাচের সেরা শার্দূল বলছেন, ‘আমিও জানি না এই ইনিংস কোথা থেকে এল। স্কোর বোর্ড দেখে অনেকেই হয়তো বলবে আমরা চাপে ছিলাম। কিন্তু অবচেতন মন বলছিল, কিছু একটা হতে পারে। সর্বোচ্চ স্তরে খেলার জন্য় দক্ষতারও প্রয়োজন পড়ে। নেটের পরিশ্রম সেই দক্ষতাকেই আরও ভালো করে। কোচিং স্টাফরা নেটে আমাদের থ্রো-ডাউন দিয়ে বড় শট খেলার অনুশীলন করান। এখানকার পিচে ব্য়াটাররা সুবিধা পেয়ে থাকে। তাই নয় কি? সূয়াশ অনবদ্য় বোলিং করেছে। আর আমরা সকলেই সুনীল এবং বরুণের দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল। ওরা উইকেট নেওয়াটা অভ্য়াসে পরিণত করেছে। আমাদের জন্য় নিখুঁত জয়।’
কেকেআর অধিনায়ক হিসেবে দ্বিতীয় ম্যাচ। প্রথম জয়ের আনন্দ। ম্য়াচ শেষে কেকেআর অধিনায়ক নীতীশ রানা বলেন, ‘শেষ ম্য়াচটাও হারলেও আমরা কিন্তু ইতিবাচক ম্য়াচ খেলেছি। এমনকি আজকের ম্য়াচেও সাত উইকেট পড়লেও আমরা কিন্তু হেরে যাইনি। অনেকটা কৃতিত্ব প্রাপ্য় গুরবাজকেও। আর শার্দূল যেন অবিশ্বাস্য ইনিংস খেলল। আমরা জানি ও বড় শট খেলতে পারে। কিন্তু এমন একটা ইনিংস খেলবে, কেউই প্রত্য়াশা করিনি। সবাই হয়তো আজকের ম্য়াচ নিয়ে শার্দূলের প্রসঙ্গে অনেক কিছুই বলবে। তবে রিঙ্কু এক দিক আগলে রেখেছে, সেটাই আমাদের পরিকল্পনা ছিল। তেমনই আমাদের পরিকল্পনা ছিল, আরসিবি ব্য়াটারদের মাঝের ওভারে পেস দেব না। প্রথম ম্য়াচ খেলতে নামা সূয়াশ অনবদ্য বোলিং করল। ওকে আমরা ভালো করে চিনেও উঠতে পারিনি। নিজের ওপর ভরসা রাখে ও। তৃতীয় স্পিনার হিসেবে ওকে খেলানোর পরিকল্পনা ছিল। পারফরম্য়ান্সে সেই পরিকল্পনা ঠিক প্রমাণ করল ও।’