IPL 2023: সুরসুরিয়া শট… গরদা উড়া দিয়ে! আইপিএলে হিট ভোজপুরি কমেন্ট্রি


Bhojpuri Commentary in IPL 2023: টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই ভোজপুরি সিনেমার সুপারস্টার রবি কিষেণ এবং গুলাম হুসেন রিজভি, সত্য প্রকাশ কৃষ্ণা, স্নেহ উপাধ্যায়-সহ তালিকায় থাকা ধারাভাষ্যকারদের মুখে ম্যাচের বিভিন্ন মুহূর্ত ব্যখ্যা করার সময় মজাদার শব্দ শোনা গিয়েছে।

Image Credit source: Twitter

কলকাতা: আজকা ম্যাচ বড়া হি রোমাঞ্চক বা…গরদা শট লগইলে…সুরসুরিয়া শট। আইপিএলের ১৬তম (IPL 2023) মরসুমে ধারাভাষ্যে এমনই কিছু শব্দবন্ধ শোনা যাচ্ছে। যা শুনে চুপ থাকতে পারছেন না নেটিজেনরা। দুটি দলের লড়াই ছাপিয়ে যেন আলোচনায় ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ভোজপুরি ভাষার কমেন্ট্রি। উদ্বোধনী ম্যাচের দিন থেকেই ভোজপুরী ধারাভাষ্য (Bhojpuri Commentary) নিয়ে হইচই চলছে সোশ্যাল মিডিয়ায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই ভোজপুরি সিনেমার সুপারস্টার রবি কিষেণ এবং গুলাম হুসেন রিজভি, সত্য প্রকাশ কৃষ্ণা, স্নেহ উপাধ্যায়-সহ তালিকায় থাকা ধারাভাষ্যকারদের মুখে ম্যাচের বিভিন্ন মুহূর্ত ব্যখ্যা করার সময় মজাদার শব্দ শোনা গিয়েছে। বলা হচ্ছে, ভোজপুরি কমেন্ট্রি শোনা জন্য ইংলিশ এবং হিন্দি স্ট্রিমিং দেখছেন না ক্রিকেট সমর্থকরা। যাঁরা ভোজপুরি ভাষার কিচ্ছু বোঝেন না তাঁরাও মজা পাচ্ছেন। যে কারণে টিআরপিতে ইংলিশ ও হিন্দিকে ছাপিয়ে গিয়েছে এই স্থানীয় ভাষায় আইপিএল কমেন্ট্রি। বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

এবারের আইপিএলের লাইভ স্ট্রিমিং ১২ টি ভাষায় সম্প্রচার করছে জিও সিনেমা। ইংরেজি ও হিন্দি ছাড়াও বাংলা, মরাঠি, গুজরাটি, ভোজপুরি, তামিল, তেলেগু, ওড়িয়া, মালয়ালম এবং কন্নড় ভাষায়। ভোজপুরি ভাষায় কমেন্ট্রি হচ্ছে জেনে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছিল। লাইভ স্ট্রিমিংয়ে ভোজপুরি ভাষার মিষ্টতা শুনে বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। প্রথম ম্যাচ থেকেই সুপারহিট। ধারাভাষ্যকারদের বলা কিছু শব্দ ক্রিকেট সমর্থকদের মুখে মুখে ফিরছে। যেমন-

১. গরদা পাহাড় দিয়েল মার ছক্কা! (ছক্কা হাঁকানো প্রসঙ্গে)

২. লোল লোল লোল লোলবা আই কাহে ছোড় দিয়ে ভাই! (ক্যাচ ছাড়া প্রসঙ্গে)

৩. মুহা ফোড়ওয়া কা!

৪. গরদা উড়া দিয়ে!

৫. সুরসুরিয়া শট!

ভোজপুরি ভাষার সঙ্গে মহেন্দ্র সিং ধোনির যোগাযোগ খুব নিবিড়। ধোনির বন্ধু তথা প্রাক্তন রঞ্জি ক্রিকেটার সত্যপ্রকাশ কৃষ্ণা সুযোগ পেয়েছেন আইপিএলে ধারাভাষ্য দেওয়ার। আইপিএলকে দেশের প্রতিটি কোণায়, প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে স্থানীয় ভাষায় ধারাভাষ্য দেওয়ার আয়োজন করেছে জিও সিনেমা। উদ্যোগ যে সুপারহিট তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply