KKR vs RCB: কলকাতা নাইট রাইডার্সের স্পিন ত্রয়ী মিলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মোট ৯ উইকেট নিয়েছেন। এতেই আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়া হয়ে গিয়েছে। এর আগে এক ইনিংসে একটি টিমের বোলাররা এতগুলো উইকেট নিতে পারেনি।
Image Credit source: Twitter
কলকাতা: বরুণ চক্রবর্তী ৪, সূয়াশ শর্মা ৩ এবং সুনীল নারিনের ঝুলিতে ২ উইকেট। একা রামে রক্ষা নেই…কলকাতা নাইট রাইডার্সের ঝুলিতে তিন তিন রহস্য স্পিনার। তাতেই বদলে গেল ইতিহাস। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে লক্ষ্মীবার রাতে ইডেন গার্ডেন্সের মাঠে কলকাতা নাইট রাইডার্সের তিন স্পিনার মিলে নাস্তানাবুদ করেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের আরসিবিকে (KKR vs RCB)। অভিজ্ঞ সুনীল নারিন ছাড়া ছিলেন বরুণ চক্রবর্তী এবং অভিষেককারী স্পিনার সুয়াশ শর্মা মিলে ৯টি উইকেট নিয়েছেন। এর আগে আইপিএলে (IPL 2023) স্পিনারদের এক ইনিংসে এতগুলো উইকেট নেওয়ার নজির নেই। দুই ইনিংস মিলে বৃহস্পতিবারের ম্যাচে বোলাররা নিয়েছে ১২টি উইকেট। এটাও একটি রেকর্ড। বিস্তারিত TV9 Bangla-য়।
সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় সূয়াশ শর্মাকে। বিরাট কোহলিকে ক্লিন বোল্ড করেন নারিন। পরের ওভারেই ফাফ ডুপ্লেসিকে ফেরান বরুণ চক্রবর্তী। নারিন-বরুণের সঙ্গে উইকেটের শিকারের তালিকায় যোগ দেন ইমপ্যাক্ট প্লেয়ার সূয়াশ শর্মাও। সুনীল নারিন ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন। বরুণ চক্রবর্তী বোলিংয়ে স্টার পারফর্মার। ৩.৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন বরুণ। সূয়াশ শর্মা ৩০ রানে ৩ উইকেট।
Song ~ ???? ????????????????????????????!
Album ~ ???????????? ???????????? ???????????????? ????????????????????????! ????#KKRvRCB #AmiKKR #TATAIPL2023 pic.twitter.com/Yk1u62YvUI— KolkataKnightRiders (@KKRiders) April 7, 2023
আইপিএলে এক ইনিংসে স্পিনারদের নেওয়া সর্বাধিক উইকেট
১. ৯টি উইকেট: কেকেআর বনাম আরসিবি, কলকাতা, ২০২৩ সাল
২. ৮টি উইকেট: সিএসকে বনাম দিল্লি ক্যাপিটালস, ভাইজাগ, ২০১২
৩. ৮টি উইকেট: সিএসকে বনাম আরসিবি, চেন্নাই, ২০১৯ সাল
৪. ৮টি উইকেট: সিএসকে বনাম দিল্লি ক্যাপিটালস, চেন্নাই, ২০১৯
আইপিএলে এক ম্যাচে স্পিনারদের নেওয়া সর্বাধিক উইকেট
১. ১২টি উইকেট: কেকেআর বনাম আরসিবি, কলকাতা, ২০২৩ সাল
২. ১১টি উইকেট: কেকেআর বনাম কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমানে পঞ্জাব কিংস), ২০১২
৩. ১১টি উইকেট: কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস, কলকাতা, ২০১৮
৪. ১১টি উইকেট: সিএসকে বনাম দিল্লি ক্যাপিটালস, চেন্নাই, ২০১৯