Rajasthan Royals vs Delhi Capitals Preview: বর্ষাপাড়া স্টেডিয়ামে শনিবারের আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস।
নড়বড়ে দিল্লির সামনে রাজস্থানের জয়ের সুবর্ণ সুযোগ
সঙ্ঘমিত্রা চক্রবর্তী: দেখতে দেখতে ১৬তম আইপিএলের (IPL 2023) একটা করে ম্যাচ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে জমে উঠছে আইপিএলের এই মরসুম। শনিবার রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডাবল হেডার। শনি-বিকেলে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ও ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। দু’টো দলই চলতি আইপিএলে ২টো করে ম্যাচে খেলেছে। টুর্নামেন্টের শুরু থেকেই দিল্লিকে নড়বড়ে দেখাচ্ছে। ব্যাটিং হোক বা বোলিং কোনও বিভাগেই ফুল মার্কস পাচ্ছে না ওয়ার্নারের দল। অন্যদিকে গত বারের রানার্স রাজস্থান এ বারও রয়েছে দুরন্ত ছন্দে। হায়দরাবাদের বিরুদ্ধে ৭২ রানের বড় ব্যবধানে জিতে আইপিএল-২০২৩-র যাত্রা শুরু করেছে পিঙ্ক আর্মি। যদিও শেষ ম্যাচে মাত্র ৫ রানে হেরেছে সঞ্জুর দল। কিন্তু তাও গোলাপি শহরের দল যে শেষ ওভার অবধি লড়াই চালিয়ে গিয়েছিল, তা যথেষ্ট প্রশংসনীয়। সেই রাজস্থানের সামনে ঋষভ পন্থহীন নড়বড়ে দিল্লি কতটা দাঁড়াতে পারবে সেটাই দেখার। রাজস্থান বনাম দিল্লি (RR vs DC) ম্যাচের প্রিভিউ বিস্তারিত রইল TV9Bangla-র এই প্রতিবেদনে।
দিল্লির ব্যর্থতার অন্যতম কারণ, দলটা এখনও নিজেদের গুছিয়ে উঠতে পারেনি। এ বারের আইপিএলে দিল্লির ক্যাপ্টেন্সি সামলাচ্ছেন ডেভিড ওয়ার্নার। ৩৬ বছর বয়সী অজি তারকা যে কেরিয়ারের সায়াহ্নে এসে দাঁড়িয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। ক্যাপ্টেন হিসেবে ওয়ার্নার দিল্লিকে কবে জেতাতে পারবেন সেটাই এখন ক্যাপিটালস সমর্থকদের প্রশ্ন। এ বারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫০ রানে হেরেছিল দিল্লি। শেষ ম্যাচে হার্দিকের গুজরাটের কাছে হারতে হয়েছিল দিল্লিকে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই উন্নতি করতে হবে দিল্লিকে।
গত ২ ম্যাচে দিল্লির হয়ে সর্বাধিক রান করেছেন ওয়ার্নার। লখনউয়ের বিরুদ্ধে ৫৬, গুজরাটের বিরুদ্ধে ৩৭। ওপেনিংয়ে ২ ম্যাচে ব্যর্থ হয়েছেন পৃথ্বী শ। মিচেল মার্শও ফর্মে নেই। যদিও রাজস্থানের বিরুদ্ধে মার্শকে পাওয়া যাবে না। তিনি বিয়ের জন্য দেশে ফিরে গিয়েছেন। ওয়ার্নারের একার কাঁধে এগোচ্ছে না দিল্লি। দিল্লির টপ অর্ডারে ভরসা দেওয়ার মতো ক্রিকেটারের অভাব ফুটে উঠছে। বোলিংয়ে প্রচুর রান দিয়ে ফেলছেন কুলদীপ যাদব, মুকেশ কুমার, চেতন সাকারিয়া।
ছন্দে থাকা সঞ্জু স্যামসনের দলের বিরুদ্ধে দিল্লির বোলারদের পরিকল্পনা বদলে মাঠে নামতে হবে। রাজস্থানের কাছে বড় ধাক্কা জস বাটলারকে দিল্লির বিরুদ্ধে না পাওয়াটা। গত ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন বাটলার। সেই চোট এখনও পুরোপুরি সারেনি। তাই বাটলারকে ছাড়াই দিল্লির বিরুদ্ধে খেলবে রাজস্থান। যে কারণে, ওপেনিংয়ে যশস্বী জসওয়ালের সঙ্গে দেখা যেতে পারে সঞ্জু স্যামসন বা দেবদত্ত পাড়িক্কালকে।