ফের হাফসেঞ্চুরি, যশস্বী চাপ বাড়াচ্ছেন ঈশান-রোহিতদের


RR, IPL 2023: ১৬তম আইপিএলে এখনও অবধি ৩টি ম্যাচে খেলে ২টি হাফসেঞ্চুরি করেছেন যশস্বী।

Yashasvi Jaiswal: ফের হাফসেঞ্চুরি, যশস্বী চাপ বাড়াচ্ছেন ঈশান-রোহিতদের

Image Credit source: IPL Website

গুয়াহাটি: আইপিএলকে (IPL) অনেক সময় বলা হয়ে থাকে ইনক্রেডিবল প্রিমিয়ার লিগ। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে অনেক ভারতীয় ক্রিকেটারের জন্য জাতীয় দলে খেলার দরজা খুলে গিয়েছে। ভারতের কোটিপতি লিগে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের দিকে বিশেষ নজর থাকে ভারতীয় দলের (Team India) টিম ম্যানেজমেন্টের। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের (RR) জার্সিতে খেলছেন ২১ বছরের মুম্বইয়ের ক্রিকেটার যশস্বী জসওয়াল (Yashasvi Jaiswal)। এখনও অবধি ১৬তম আইপিএলে তিনটি ম্যাচে খেলেছেন তিনি। তাতে রয়েছে ২টি অর্ধশতরান। ওপেনার হিসেবে ধারাবাহিকভাবে আইপিএলে ভালো পারফর্ম করে চলেছেন যশস্বী। মুম্বইয়ের হয়েও ঘরোয়া ক্রিকেটে তিনি ভালো পারফর্ম করেছেন। এ বারের আইপিএলের আগে ইরানি কাপে অবশিষ্ট ভারতের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে দু’টি ইনিংসে ২১৩ এবং ১৪৪ রান করেন তিনি। যশস্বীর এই নজরকাড়া ফর্ম তাঁকে ভারতীয় দলে ঢোকার দাবিদার করে তুলছে। ঘরের মাঠে চলতি বছরেই রয়েছে ওডিআই বিশ্বকাপ। সেখানে কি ওপেনিংয়ে তাঁকে দেখা যেতে পারে? ক্রিকেটমহলে উঠছে প্রশ্ন। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে চলছে রাজস্থান-দিল্লির ম্যাচ। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। রাজস্থানের হয়ে ওপেনিংয়ে নামেন যশস্বী জসওয়াল ও জস বাটলার। মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন যশস্বী। শেষ অবধি ৩১ বলে ৬০ রান করে মাঠ ছাড়েন তিনি। খলিল-অক্ষরদের বিরুদ্ধে ১১টি চার ও ১টি ছয় মারেন যশস্বী।

১৬তম আইপিএলে বেশ ছন্দেই রয়েছেন যশস্বী। হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে রাজস্থানের হয়ে ওপেনিংয়ে নেমে ৫৪ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে সেই অর্থে দাগ কাটতে পারেননি। ১১ রান করে আউট হয়েছিলেন। এ বার দিল্লির বিরুদ্ধে জ্বলে উঠল তাঁর ব্যাট। ২০২২ সালের আইপিএলে রাজস্থানের হয়ে ১০টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন যশস্বী। গত আইপিএলে ২৫৮ রান করেছিলেন যশস্বী। এ বারের আইপিএলে এখনই যশস্বীর ব্যাটে এসেছে ১২৫ রান।

যশস্বীর ক্রিকেটার হয়ে ওঠার পথটা খুব মসৃণ ছিল না। তাঁর বাবা ভূপেন্দ্র রং বিক্রি করতেন। ছয় সন্তানের মধ্যে চতুর্থ যশস্বী। বাবাকে অনেক বুঝিয়ে ১০ বছর বয়সে মুম্বইয়ে আজাদ ময়দানে ক্রিকেটের পাঠ নিতে আসেন যশস্বী। থাকার জায়গা ছিল না বলে সেই সময় আজাদ ময়দানে তাঁবুতে থাকত হত তাঁকে। মুম্বইয়ে ক্রিকেট শিখতে এসে একটা সময় পেট চালাতে গিয়ে ফুচকাও বিক্রি করতেন যশস্বী। এরপর ২০১৩ সালে জ্বালা সিংয়ের নজরে পড়েন তিনি। তারপর পাল্টে যায় যশস্বীর কপাল।

Leave a Reply