RR vs DC Live Score, IPL 2023: চোট আতঙ্ক হটিয়ে খেলছেন বাটলার; দিল্লির একাদশে নেই পৃথ্বী, সরফরাজ


  • 08 Apr 2023 03:14 PM (IST)

    দিল্লি ক্যাপিটালস একাদশ

    দিল্লির একাদশে একাধিক পরিবর্তন। মিচেল মার্শ, সরফরাজ খান এবং আমান খান বাদ পড়েছেন। একাদশে নেই পৃথ্বী শ। তবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো নামানো হবে তাঁকে। দলে এলেন মণীশ পাণ্ডে, ললিত যাদব এবং রোভম্যান পাওয়েল।

    দিল্লি ক্যাপিটালস একাদশ: ডেভিড ওয়ার্নার, মণীশ পান্ডে, রাইলি রোসো, রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল (উইকেটকিপার), অ্যানরিখ নর্জে, খলিল আহমেদ, কুলদীপ যাদব, মুকেশ কুমার

  • 08 Apr 2023 03:10 PM (IST)

    রাজস্থান রয়্যালস একাদশ

    জস বাটলার ফিট নয় বলে জানা গিয়েছিল। তবে আজকের ম্যাচে একাদশে রয়েছেন বাটলার। রাজস্থান ফ্যানরা খুশি।

    যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা এবং যুজবেন্দ্র চাহাল।

  • 08 Apr 2023 03:03 PM (IST)

    টস আপডেট

    টস জিতল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত ডেভিড ওয়ার্নারের।

  • 08 Apr 2023 02:34 PM (IST)

    জস বাটলারের চোট

    বিধ্বংসী ফর্মে থাকা ওপেনার জস বাটলারের অভাব ভোগাতে পারে রাজস্থানকে। গত ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন বাটলার। সপ্তাহখানেক বিশ্রামে থাকবেন তিনি।

  • 08 Apr 2023 02:32 PM (IST)

    নেই মিচেল মার্শ

    ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া ফিরে গিয়েছেন মিচেল মার্শ। আজ রাজস্থানের বিরুদ্ধে তাঁকে পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস।

  • Leave a Reply