এক ক্যাপ্টেনের ভিডিয়ো কল, আর একজনের কাঁধে; সবার ওপরে রিঙ্কু…


KKR, IPL 2023: গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে টানা ৫ বলে ৫টি ছয় মেরে কেকেআরকে জিতিয়েছেন রিঙ্কু সিং।

Rinku Singh: এক ক্যাপ্টেনের ভিডিয়ো কল, আর একজনের কাঁধে; সবার ওপরে রিঙ্কু…

Image Credit source: KKR Twitter

আমেদাবাদ: রবিবার ঘড়ির কাঁটায় সন্ধ্য়া ৭টা ৩০মিনিট বাজার পর থেকেই টুইটারে ট্রেন্ডিং #RinkuSingh, #LordRinkuSingh। সোশ্যাল মিডিয়ায় আজ রিঙ্কু সিংয়ের জন্য শুভেচ্ছাবার্তায় ভর্তি। আর হবে নাই বা কেন? ১৬তম আইপিএলের (IPL 2023) একটা অন্যতম সেরা ম্যাচ দেখা গেল রবিবার। গুজরাট টাইটান্সের (Gujarat Titans) ডেরায় ঢুকে নাইটযোদ্ধা রিঙ্কু সিং (Rinku Singh) রীতিমতো মস্তানি করে গেলেন। তাবড় তাবড় ক্রিকেটাররা যেখানে স্নায়ুর চাপ ধরে রাখতে পারেন না, সেখানে নাইটদের বাঁ হাতি ব্যাটার রিঙ্কু অবলীলায় টানা ৫টি ছক্কা হাঁকিয়ে কেকেআরকে (KKR) জিতিয়ে মাঠ ছাড়লেন। ম্যাচের শেষে একদিকে রিঙ্কুকে ঘিরে নাইটদের বর্তমান ক্যাপ্টেন নীতীশ রানাকে দেখা গেল উচ্ছ্বাসে ভাসতে। একইসঙ্গে ম্যাচের পর নাইটদের নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ারের কাছ থেকেও ভিডিয়ো কল পেলেন রিঙ্কু। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

যে কোনও ক্রিকেট ম্যাচের ফয়সলা যখন গিয়ে দাঁড়ায় শেষ বলে, তখন অসম্ভব চাপ অনুভব করেন ক্রিজে থাকা ব্যাটাররা। রবিবার ১৬তম আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের ফয়সলাও হয়েছে শেষ বলেই। ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ ওভারে কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। ক্রিজে ছিলেন রিঙ্কু সিং ও উমেশ যাদব। শেষ ওভারে রিঙ্কু মোটেও চাপে ছিলেন না। বরং চাপমুক্ত হয়েই খেলেছেন। নিজের উপর বিশ্বাস রেখেছিলেন রিঙ্কু। শুধু তাই নয়, তাঁর উপর বিশ্বাস রেখেছিল নাইটদের মালিক শাহরুখ খান থেকে কেকেআর টিম ম্যানেজমেন্টের সকলে। সেই বিশ্বাসের মান রাখলেন রিঙ্কু।

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে একটা করে বল যখন বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন রিঙ্কু, সেই সময় ডাগআউট থেকে উচ্ছ্বাস প্রকাশ করছিল নাইটরা। ২০তম ওভারে বল করছিলেন যশ দয়াল। পরপর ৪টে ছয় মারা রিঙ্কু যে পঞ্চম বলেও ছয় মারবেন তেমন পরিকল্পনা করেননি। পুরোটাই যেন হয়ে গিয়েছে। ম্যাচের শেষে এমনটাই বলে গেলেন রিঙ্কু। নাইটদের পরিশ্রমী প্লেয়ার রিঙ্কু নিজেকে প্রমাণ করার সুযোগ পেলে ছাড়েন না। গুজরাটের বিরুদ্ধে রিঙ্কু শেষ ছক্কা মারার পর, ডাগআউটে থাকা নাইটদের নেতা নীতীশ রানা ছুট্টে ঢুকে পড়েন মাঠের মধ্যে। সোজা গিয়ে হাজির হন রিঙ্কুর সামনে। রানার চোখেমুখে ফুটে উঠছিল অপার শান্তি, খুশি। ক্ষণিকের মধ্যে মাঠময় ছেয়ে যায় নাইট প্লেয়ারে। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থেকে সতীর্থরা জড়িয়ে ধরেন রিঙ্কুকে। ভিআইপি বক্সে থাকা নাইটদের অন্যতম মালিক জুহি চাওলাকেও দেখা যায় উচ্ছ্বাসে মেতে উঠতে।

রিঙ্কুর এই অনবদ্য ম্যাচ জেতানো ইনিংসের পর শাহরুখ খানও টুইট করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন রিঙ্কুকে।

ম্যাচের শেষে রিঙ্কুকে কার্যত কাঁধে চাপিয়ে সেলিব্রেট করেন কেকেআরের বর্তমান অধিনায়ক নীতীশ রানা। আর নিয়মিত অধিনায়ক ভিডিয়ো কল করেন রিঙ্কুকে। গুজরাটের বিরুদ্ধে ম্যাচের সেরা রিঙ্কুকে নিয়ে নাইট শিবিরে আজ যে জমজমাট সেলিব্রেশন হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না।



Leave a Reply