পঞ্জাবের ভাগ্য বদলে দেবেন, আত্মবিশ্বাসী আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার


PBKS, IPL 2023: কোচিতে হওয়া আইপিএলের মিনি নিলামে ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় স্যাম কারানকে কিনেছিল পঞ্জাব কিংস।

পঞ্জাবের ভাগ্য বদলে দেবেন, আত্মবিশ্বাসী আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার

Image Credit source: IPL Website

হায়দরাবাদ: তিন বছর পর পুরনো দল পঞ্জাবের জার্সিতে আইপিএলে খেলছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। কোচিতে হওয়া আইপিএল-২০২৩ এর মিনি নিলামে সবচেয়ে বেশি দামি ক্রিকেটার হয়েছিলেন স্যাম কারান (Sam Curran)। ১৮ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে পঞ্জাব কিংস কিনে নেয় কারানকে। আইপিএলের (IPL) ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার বর্তমানে কারানই। কিন্তু এই দামি প্লেয়ারের তকমা তাঁকে বাড়তি চাপ দিচ্ছে না। বরং তিনি চাপমুক্ত হয়েই খেলছেন। একইসঙ্গে পঞ্জাব কিংসকে (PBKS) প্রথম আইপিএল চ্যাম্পিয়ন বানানোর স্বপ্ন দেখছেন কারান। তিনি জানান, বাড়তি চাপ না নিয়ে নিজের মতো ম্যাচে ফোকাস করতে চান। আর কী বললেন স্যাম? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

এ বারের আইপিএলে এখনও অবধি দুই ম্যাচে খেলে ১টি উইকেট নিয়েছেন স্যাম। কেকেআরের বিরুদ্ধে ২৬ রানে অপরাজিত ছিলেন তিনি। আর রাজস্থানের বিরুদ্ধে ১ রানে অপরাজিত ছিলেন। আজ হায়দরাবাদের বিরুদ্ধে স্যাম কেমন পারফর্ম করেন সেটাই দেখার। তিনি বলেন, ‘আমার মনে হয় পঞ্জাবের আমার উপর বিশ্বাস রয়েছে বলেই ওরা আমাকে কিনেছে। আমি নিজের ওপর বেশি চাপ নিতে চাই না। ব্যাটে-বলে ফোকাস করতে চাই। আমি আশা করি কিছু ভালো পারফর্ম্যান্স উপহার দিতে পারব। আর তা হলেই এই প্রাইস ট্যাগটা যথার্থ বলে প্রমাণিত হবে।’

পঞ্জাব এখনও অবধি আইপিএল চ্যাম্পিয়ন হয়নি। এই মরসুমে পঞ্জাবের হয়ে অধরা মাধুরী লাভ করতে চান কারান। ১৬তম আইপিএলে এখনও অবধি ২টো ম্যাচে খেলেছে পঞ্জাব। টুর্নামেন্টের প্রথম ম্যাচে কেকেআর এবং দ্বিতীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জিতেছে পঞ্জাব। স্যাম বলেন, ‘টুর্নামেন্ট সবে তো শুরু হয়েছে। আমাদের শুরুটাও ভালো হয়েছে। তবে এটা একটা বড় টুর্নামেন্ট। আমরা একটা করে ম্যাচ ধরে এগোব। আমি চেন্নাইয়ে ২টো দারুণ বছর কাটিয়েছি। পঞ্জাব এখনও আইপিএল চ্যাম্পিয়ন হয়নি। আমি আশা করছি দলের ভাগ্যটা বদলাতে পারব। আমি একটা করে ম্যাচ ধরে এগোতে চাই।’ উল্লেখ্য, আজ হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে পঞ্জাব কিংস।

১৬তম আইপিএলের মিনি নিলামে একাধিক টিমের ব়্যাডারে ছিলেন অলরাউন্ডার স্যাম। ২ কোটির বেস প্রাইসে নিলামে উঠেছিলেন স্যাম। তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। এই দুই দলের দর কষাকষিতে তারপর ঢুকে পড়ে পঞ্জাব কিংস। আর শেষ অবধি কারানকে দলে নিতে সফল হয় প্রীতি জিন্টার পঞ্জাব। এর আগে স্যাম আইপিএলে পঞ্জাব ও চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন।

Leave a Reply