রবি-রাতে মুখোমুখি হায়দরাবাদ-পঞ্জাব, হারের হ্যাটট্রিক কি আটকাতে পারবে অরেঞ্জ আর্মি?


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Apr 09, 2023 | 6:42 PM

Sunrisers Hyderabad vs Punjab Kings, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

SRH vs PBKS Live Score, IPL 2023: রবি-রাতে মুখোমুখি হায়দরাবাদ-পঞ্জাব, হারের হ্যাটট্রিক কি আটকাতে পারবে অরেঞ্জ আর্মি?

রবি-রাতে মুখোমুখি হায়দরাবাদ-পঞ্জাব

Image Credit source: Graphics – TV9Bangla

Key Events

পয়েন্ট টেবলে হায়দরাবাদ কোথায়

লিগ টেবলের ১০ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

পয়েন্ট টেবলে পঞ্জাব কোথায়

লিগ টেবলের ৫ নম্বরে রয়েছে পঞ্জাব কিংস।

LIVE Cricket Score & Updates

হায়দরাবাদ: ধীরে ধীরে আইপিএল-১৬ (IPL 2023) এগিয়ে চলেছে। আজ রবিবার রয়েছে আইপিএলের ডাবল হেডার। রবি-রাতে হায়দরাবাদের হোম ম্যাচ রয়েছে। এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) প্রতিপক্ষ শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস (Punjab Kings)। চলতি আইপিএলে ২টো দলই ২টো করে ম্যাচে খেলেছে। প্রীতির পঞ্জাব ২টিতেই জিতেছে। অন্যদিকে হায়দরাবাদ দু’টি ম্যাচেই হেরেছে। এ বার দেখার ঘরের মাঠে হায়দরাবাদ হারের হ্যাটট্রিক আটকাতে পারে নাকি। হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ২০ বার মুখোমুখি হয়েছিল দুই দল। যার মধ্যে হায়দরাবাদ জিতেছিল ১৩ বার আর পঞ্জাব জিতেছিল ৭ বার। নতুন মরসুমে কোন দল কাকে টেক্কা দিতে পারে, এখন সেটাই দেখার। TV9Bangla-র এই লাইভব্লগে দেখুন হায়দরাবাদ-পঞ্জাব ম্যাচের খুঁটিনাটি তথ্য।

Published On – Apr 09,2023 6:30 PM

Leave a Reply