জীবনের নতুন অধ্যায়, সাতপাকে বাঁধা পড়লেন মিচেল মার্শ


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Apr 10, 2023 | 8:20 PM

Mitchell Marsh-Greta Mack Wedding: আজ মিচেল মার্শের জীবনের বিশেষ দিন। আসলে অজি তারকা মার্শ আজ জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। পরিবার ও নিকট বন্ধুবান্ধবের উপস্থিতিতে গ্রেটা ম্যাকের সঙ্গে বিয়ে করলেন মিচ মার্শ। দেখুন নবদম্পতির চোখজুড়ানো কিছু ছবি…

Apr 10, 2023 | 8:20 PM

 আজ, ১০ এপ্রিল সোমবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অজি তারকা অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchell Marsh)।

আজ, ১০ এপ্রিল সোমবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অজি তারকা অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchell Marsh)।

 দু'বছর ধরে গ্রেটা ম্যাকের (Greta Mack) সঙ্গে ডেটিং করেন মিচেল মার্শ। তার পর ২০২১ সালের ১১ সেপ্টেম্বরে গ্রেটাকে বিয়ের প্রস্তাব দেন মিচেল।

দু’বছর ধরে গ্রেটা ম্যাকের (Greta Mack) সঙ্গে ডেটিং করেন মিচেল মার্শ। তার পর ২০২১ সালের ১১ সেপ্টেম্বরে গ্রেটাকে বিয়ের প্রস্তাব দেন মিচেল।

সাউথ ওয়েস্ট অস্ট্রেলিয়ায় মিচেল ও গ্রেটার পরিবারের সদস্যরা জড়ো হয়েছিলেন। দুই পরিবারের সদস্য ও নিকট বন্ধুবান্ধবদের উপস্থিতিতে মিচেল ও গ্রেটা নতুন পথ চলার অঙ্গীকার নেন।

সাউথ ওয়েস্ট অস্ট্রেলিয়ায় মিচেল ও গ্রেটার পরিবারের সদস্যরা জড়ো হয়েছিলেন। দুই পরিবারের সদস্য ও নিকট বন্ধুবান্ধবদের উপস্থিতিতে মিচেল ও গ্রেটা নতুন পথ চলার অঙ্গীকার নেন।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও মোন্টানা স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশুনা করেছেন গ্রেটা। মিচেলের মতো তারকা ক্রিকেটারের পার্টনার হওয়ার পরও ডাউন টু আর্থ থাকাই গ্রেটার পছন্দের।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও মোন্টানা স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশুনা করেছেন গ্রেটা। মিচেলের মতো তারকা ক্রিকেটারের পার্টনার হওয়ার পরও ডাউন টু আর্থ থাকাই গ্রেটার পছন্দের।

বিয়ের জন্য গ্রেটা ম্যাক বেছে নিয়েছিলেন ট্র্যাডিশনাল সাদা রংয়ের গাউন। পাশাপাশি মিচেল মার্শ কালো রংয়ের ফর্ম্যাল আউটফিট বেছে নিয়েছিলেন।

বিয়ের জন্য গ্রেটা ম্যাক বেছে নিয়েছিলেন ট্র্যাডিশনাল সাদা রংয়ের গাউন। পাশাপাশি মিচেল মার্শ কালো রংয়ের ফর্ম্যাল আউটফিট বেছে নিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় মিচেল মার্শ বেশ সক্রিয়। নিজের বিয়ের ছবি তিনি ইন্সটাগ্রামে শেয়ারও করেছেন।

সোশ্যাল মিডিয়ায় মিচেল মার্শ বেশ সক্রিয়। নিজের বিয়ের ছবি তিনি ইন্সটাগ্রামে শেয়ারও করেছেন।

'জীবনের সেরা দিন', এই ক্যাপশন দিয়েই নিজের বিয়ের ছবি ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের তারকা ক্রিকেটার।

‘জীবনের সেরা দিন’, এই ক্যাপশন দিয়েই নিজের বিয়ের ছবি ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের তারকা ক্রিকেটার।

নতুন জীবন শুরু করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচুর শুভেচ্ছা বার্তা পেয়েছেন মিচেল মার্শ। উল্লেখ্য, দিল্লির হয়ে ১৬তম আইপিএলে প্রথম দু'টো ম্যাচে খেলার পর বিয়ের জন্যই ছুটি নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন মিচেল।

নতুন জীবন শুরু করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচুর শুভেচ্ছা বার্তা পেয়েছেন মিচেল মার্শ। উল্লেখ্য, দিল্লির হয়ে ১৬তম আইপিএলে প্রথম দু’টো ম্যাচে খেলার পর বিয়ের জন্যই ছুটি নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন মিচেল।


Most Read Stories

Leave a Reply