নাইট সুপারস্টার রিঙ্কুকে নিজের প্রিয় জিনিস পুরস্কার দিলেন রানা


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Apr 10, 2023 | 12:16 PM

GT vs KKR, IPL 2023: গত বারের চ্যাম্পিয়ন গুজরাটের বিরুদ্ধে শেষ ওভারে টানা ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে কেকেআরকে ম্যাচ জিতিয়েছেন রিঙ্কু সিং।

Rinku Singh: নাইট সুপারস্টার রিঙ্কুকে নিজের প্রিয় জিনিস পুরস্কার দিলেন রানা

নাইট সুপারস্টার রিঙ্কুকে নিজের প্রিয় জিনিস পুরস্কার দিলেন রানা

আমেদাবাদ: ‘অসম্ভব’ এই শব্দটা রিঙ্কু সিংয়ের (Rinku Singh) ডিকশনারিতে নেই বললেই চলে। আমেদাবাদে রবিবাসরীয় আইপিএল (IPL) জমিয়ে দিয়েছিলেন নাইট তারকা রিঙ্কু। আলিগড়ের বছর ২৫ এর রিঙ্কুর মহাকাব্যিক পাঁচ ছক্কার ঘোর এখনও কাটছে না ক্রিকেট প্রেমীদের। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে যখন যশ দয়ালের বল একের পর এক বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন রিঙ্কু, সেই সময় প্রায় হৃদয় হাতের মুঠোয় ধরে বসেছিল নাইট শিবির। শেষ ওভারে টানা ৫ বলে ৫টি ছক্কা মারার পর রিঙ্কু যখন কেকেআরকে (KKR) জেতালেন, সেই সময় সবার আগে উচ্ছ্বসিত হতে মাঠের মধ্যে ছুট্টে ঢুকে পড়েন নাইট ক্যাপ্টেন নীতীশ রানা (Nitish Rana)। তাঁর চোখ-মুখই বলে দিচ্ছিল রিঙ্কু সত্যিকার অর্থেই এক দুরন্ত নাইট যোদ্ধা। আর ম্যাচের শেষে জানা গেল, মাঠে নামার আগে অধিনায়ক রানার ইচ্ছের বিরুদ্ধে গিয়েছিলেন রিঙ্কু। তাতে যদিও রানা হতাশ নন। উল্টে তাঁর ইচ্ছের বিরুদ্ধে যাওয়া রিঙ্কুকে এক দারুণ উপহার দিয়েছেন রানা। কী সেই উপহার? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply