Royal Challengers Bangalore vs Lucknow Super Giants Match Report : স্টইনিস, রাহুল ফিরতেই ফের চাপে লখনউ। কিন্তু নিকোলাস পুরানের ইনিংস ম্য়াচে ফেরায় লখনউকে। মাত্র ১৯ বলে ৬২ রানে ফেরেন পুরান।
দীপঙ্কর ঘোষাল : রিঙ্কু সিংয়ের পাঁচ ছক্কায় ম্য়াচ জেতানোর পর এখন আর কোনও লক্ষ্যই সুরক্ষিত নয়! রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্য়াচও রুদ্ধশ্বাস পরিস্থিতিতে শেষ হল। এক সময় মনে হয়েছে অ্যাডভান্টেজ আরসিবি। আবার মুহূর্তেই বদলে গিয়েছে পরিস্থিতি। অনবদ্য় একটা ম্য়াচ। টাইটান্স বনাম গুজরাটের মতো না হলেও রোমাঞ্চ তৈরি হল অনেকটাই। ব্য়াকফুটে থেকেও অনবদ্য জয় ছিনিয়ে নিল লখনউ সুপার জায়ান্টস। সামনে ২১৩ রানের বিশাল লক্ষ্য। পাওয়ার প্লে-তে মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারানো। সেখান থেকে ম্য়াচ কার্যত আরসিবির নিয়ন্ত্রণেই মনে হয়েছিল। মার্কাস স্টইনিস ৩০ বলে ৬৫ রানের ইনিংস খেলে লখনউয়ের অ্যাডভান্টেজ বাড়ান। স্টইনিস, রাহুল ফিরতেই ফের চাপে লখনউ। কিন্তু নিকোলাস পুরানের ইনিংস ম্য়াচে ফেরায় লখনউকে। মাত্র ১৯ বলে ৬২ রানে ফেরেন পুরান। তিনি আউট হলেও আয়ুষ বাদোনি-উনাদকাট দুর্দান্ত পার্টনারশিপ গড়েন। তবে হতাশাজনক আউট আয়ুষের। ছয় মারতে গিয়ে হিট উইকেট। বল বাউন্ডারির বাইরে, হতাশা নিয়ে মাঠ ছাড়তে হল আয়ুষকে। এ বার ঘরের মাঠেও হার আরসিবির। শেষ বলে মাত্র ১ উইকেটে জয় এলএসজির। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ রিপোর্ট TV9Bangla-য়।
বিস্তারিত আসছে…