‘রিঙ্কু ভাইয়া জিন্দাবাদ’… ভিডিয়ো কলে একগাল হেসে ‘যোদ্ধা’র প্রশংসায় শ্রেয়স


Shreyas Iyer: রবি-সন্ধায় টেলিভিশনের পর্দা থেকে চোখ সরাননি কেকেআরের নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার।

‘রিঙ্কু ভাইয়া জিন্দাবাদ’… ভিডিয়ো কলে একগাল হেসে ‘যোদ্ধা’র প্রশংসায় শ্রেয়স

Image Credit source: KKR Twitter

কলকাতা: লর্ড রিঙ্কু… সুপারম্যান রিঙ্কু… অবিশ্বাস্য রিঙ্কু… নতুন নতুন বিশেষণ পেয়েছেন কেকেআরের রিঙ্কু সিং (Rinku Singh)। ক্রিকেট বিশ্বে রিঙ্কুর মারা টানা ৫ বলে ৫ ছক্কার কথা দীর্ঘদিন আলোচনায় থেকে যাবে। এক মহাকাব্যিক ইনিংস খেলে আমেদাবাদে হার্দিকহীন গুজরাট টাইটান্সকে হারিয়েছে কেকেআর। রিঙ্কুকে শেষ ওভারে থামানো যায়নি। গুজরাটের যশ দয়ালের শেষ ওভারে ছ’টা বলের মধ্যে ৫টা বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন রিঙ্কু। যশ ও রিঙ্কু দু’জনেই উত্তরপ্রদেশের ক্রিকেটার। শুধু তাই নয় গত মরসুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে একসঙ্গে তাঁরা খেলেছেনও। ১৬তম আইপিএলে তাঁরা একে অপরের প্রতিপক্ষ। শুধু প্রতিপক্ষেই আটকে থাকলেন না। রিঙ্কু কার্যত যশের ক্রিকেট কেরিয়ারে একটা দগদগে ক্ষত দিয়ে গেলেন। নাইট প্রেমীদের জন্য সেই ম্যাচের রেশ যেন কাটতেই চাইছে না। ম্যাচের পর বর্তমান অধিনায়ক নীতীশ রানা, সতীর্থদের পাশাপাশি কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বুকে টেনে নেন রিঙ্কুকে। দলের সঙ্গে এই মরসুমে নেই কেকেআরের (KKR) নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবে আমেদাবাদে যখন রবিবারের আইপিএলে (IPL 2023) কেকেআরের তরি পার করালেন রিঙ্কু, তখন তিনিও উপস্থিত ছিলেন। রিঙ্কুর ম্যাচ জেতানো দুরন্ত ইনিংসের পরই শ্রেয়স ভিডিয়ো কল করেন তাঁকে। রিঙ্কুকে ঠিক কী কী বললেন নাইটদের নিয়মিত অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

রবি-সন্ধায় টেলিভিশনের পর্দা থেকে চোখ সরাননি কেকেআরের নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার। যশ দয়াল যখন শেষ ওভারের শেষ বল করতে এগিয়ে আসেন রিঙ্কুর দিকে তখন ডাগআউটে থাকা নাইট শিবিরের মতো স্থির হয়ে গিয়েছিলেন শ্রেয়সও। আর যশের শর্ট বল রিঙ্কু বাউন্ডারির বাইরে পাঠাতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন শ্রেয়স। রুমের মধ্যেই শূন্যে হাত ছুড়ে সেলিব্রেট করেন শ্রেয়স। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এর পর ম্যাচ শেষ হতেই রিঙ্কুকে ভিডিয়ো কলও করেন শ্রেয়স। সেই ভিডিয়ো কলের শুরুতে প্রথমেই রিঙ্কু বলেন, ‘ভাইয়া কেমন আছো?’ সেই সময় শ্রেয়স বলে ওঠেন, ‘রিঙ্কু ভাইয়া জিন্দাবাদ, রিঙ্কু ভাইয়া জিন্দাবাদ।’ নাইট তারকা রিঙ্কু তখন বলেন, ‘সবই ঈশ্বরের পরিকল্পনা।’ এরপর থেমে থাকেননি শ্রেয়স। তিনি বলেন, ‘একটা দারুণ ইনিংস দেখলাম। ভীষণ শান্ত ও ঠাণ্ডা মাথায় খেললে মনে হল।’ এরপর হাসতে হাসতে রিঙ্কু বলেন, ‘ম্যাচ দেখেছো?’ তিনি বলেন, ‘হ্যাঁ’। শ্রেয়স শুধু রিঙ্কুর প্রশংসাই করেননি। ভালো খেলার জন্য নীতীশ রানাকেও শুভেচ্ছা জানান শ্রেয়স। তারপরই রানা জানান, তাঁরা শ্রেয়সকে মিস করছে। কেকেআরের সোশ্যাল মিডিয়ায় পুরো ভিডিয়ো কলের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে।



Leave a Reply