IPL: টানটান শেষ ওভার, হৃদয় প্রায় স্তব্ধ করে দেওয়া ম্যাচগুলি


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Apr 10, 2023 | 7:23 AM

টি-২০ ম্যাচ যদি শেষ ওভারে নেমে আসার চেয়ে বড় রোমাঞ্চ আর বোধহয় নেই। টানটান, রুদ্ধশ্বাস মুহূর্ত। যে দল স্নায়ুর চাপ সামলাতে পারবে শেষ হাসি হাসেন তাঁরাই। এমন মুহূর্ত সবসময় উপভোগ্য়। আইপিএলের মঞ্চে শেষ ওভারের থ্রিলারের উদাহরণের ছড়াছড়ি।

Apr 10, 2023 | 7:23 AM

 রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছে কেকেআর। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারের থ্রিলার শেষে ৩ উইকেটে জিতেছে কেকেআর। সৌজন্য শেষ ওভারে রিঙ্কু সিংয়ের পাঁচটি ছক্কা। এমনই কয়েকটি অতীত ম্যাচের উদাহরণ রয়েছে যেখানে শেষ ওভারে বড় রান তাড়া করে জেতার নজির রয়েছে।

রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছে কেকেআর। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারের থ্রিলার শেষে ৩ উইকেটে জিতেছে কেকেআর। সৌজন্য শেষ ওভারে রিঙ্কু সিংয়ের পাঁচটি ছক্কা। এমনই কয়েকটি অতীত ম্যাচের উদাহরণ রয়েছে যেখানে শেষ ওভারে বড় রান তাড়া করে জেতার নজির রয়েছে।

ডেকান চার্জার্সকে ১৬১ রানের লক্ষ্য দিয়েছিল কলকাতা নাইট। দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে মাশরাফি বিন মোর্তাজা নিজের প্রথম ওভারেই দেন ১৫ রান। জিততে হলে ডেকানের দরকার ছিল ৬ বলে ২১ রান। শেষ ওভারে বোলিং করার দায়িত্ব দেওয়া হয় মোর্তাজাকেই। শেষ ৪ বলে ১৮ রান তুলে ম্যাচ জিতিয়ে দেন রোহিত শর্মা। (ছবি:টুইটার)

ডেকান চার্জার্সকে ১৬১ রানের লক্ষ্য দিয়েছিল কলকাতা নাইট। দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে মাশরাফি বিন মোর্তাজা নিজের প্রথম ওভারেই দেন ১৫ রান। জিততে হলে ডেকানের দরকার ছিল ৬ বলে ২১ রান। শেষ ওভারে বোলিং করার দায়িত্ব দেওয়া হয় মোর্তাজাকেই। শেষ ৪ বলে ১৮ রান তুলে ম্যাচ জিতিয়ে দেন রোহিত শর্মা। (ছবি:টুইটার)

গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ। শেষ ওভারে গুজরাটের প্রয়োজন ছিল জয়ের জন্য ২২ রান। প্রথম বলেই ছয় হাঁকান রাহুল তেওয়াটিয়া। মার্কো জেনসনের ওভারে শেষ ২ বলে ৯ রানের লক্ষ্যমাত্রা এসে দাঁড়ায়। পরপর দু'বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচের হিরো হয়ে যান রশিদ খান।(ছবি:টুইটার)

গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ। শেষ ওভারে গুজরাটের প্রয়োজন ছিল জয়ের জন্য ২২ রান। প্রথম বলেই ছয় হাঁকান রাহুল তেওয়াটিয়া। মার্কো জেনসনের ওভারে শেষ ২ বলে ৯ রানের লক্ষ্যমাত্রা এসে দাঁড়ায়। পরপর দু’বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচের হিরো হয়ে যান রশিদ খান।(ছবি:টুইটার)

২০১১ সালের মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর ম্যাচ। শেষ ওভারে  ২৩ রান তুলে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন জেমস ফ্র্যাঙ্কলিন এবং আম্বাতি রায়াডু। ওভারের প্রথম চারটি বলে বাউন্ডারি হাঁকান ফ্র্যাঙ্কলিন। রায়াডু শেষ বলে পেল্লাই ছক্কা মারেন।(ছবি:টুইটার)

২০১১ সালের মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর ম্যাচ। শেষ ওভারে ২৩ রান তুলে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন জেমস ফ্র্যাঙ্কলিন এবং আম্বাতি রায়াডু। ওভারের প্রথম চারটি বলে বাউন্ডারি হাঁকান ফ্র্যাঙ্কলিন। রায়াডু শেষ বলে পেল্লাই ছক্কা মারেন।(ছবি:টুইটার)

২০১৬ সালে রাইজিং পুনে এবং কিংস ইলেভেন পঞ্জাবের মধ্যের ম্যাচ। ৬ বলে ২৩ রানের প্রয়োজন ছিল পুনের। শেষ ওভারে দুটো ছক্কা হাঁকিয়ে জেতান মহেন্দ্র সিং ধোনি। (ছবি:টুইটার)

২০১৬ সালে রাইজিং পুনে এবং কিংস ইলেভেন পঞ্জাবের মধ্যের ম্যাচ। ৬ বলে ২৩ রানের প্রয়োজন ছিল পুনের। শেষ ওভারে দুটো ছক্কা হাঁকিয়ে জেতান মহেন্দ্র সিং ধোনি। (ছবি:টুইটার)

২০২০ সালের দিল্লি ক্যাপিটালস বনাম সিএসকে ম্যাচ। শেষ ওভারে ২২ রানের প্রয়োজন ছিল দিল্লির। ধোনি বল তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাডেজার হাতে। অক্ষর প্য়াটেলের ব্যাটে আসে ৬,৬,২,৬। জিতে যায় দিল্লি।(ছবি:টুইটার)

২০২০ সালের দিল্লি ক্যাপিটালস বনাম সিএসকে ম্যাচ। শেষ ওভারে ২২ রানের প্রয়োজন ছিল দিল্লির। ধোনি বল তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাডেজার হাতে। অক্ষর প্য়াটেলের ব্যাটে আসে ৬,৬,২,৬। জিতে যায় দিল্লি।(ছবি:টুইটার)

২০১২ সালের মুম্বই বনাম ডেকান চার্জার্স। শেষ ওভারে ২১ রানের প্রয়োজন ছিল। প্রথম বলে চার হাঁকান। দেখা যায় শেষ ওভারে ৩ বলে ১২ রানের প্রয়োজন। জোড়া ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান রোহিত শর্মা। (ছবি:টুইটার)

২০১২ সালের মুম্বই বনাম ডেকান চার্জার্স। শেষ ওভারে ২১ রানের প্রয়োজন ছিল। প্রথম বলে চার হাঁকান। দেখা যায় শেষ ওভারে ৩ বলে ১২ রানের প্রয়োজন। জোড়া ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান রোহিত শর্মা। (ছবি:টুইটার)

 ২০১৯ সালের সিএসকে বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ। ২১ রানের প্রয়োজন ছিল সিএসকের। প্রথম দুই বলে ১০ রান করেন মহেন্দ্র সিং ধোনি। এরপরের তিন বলে ৯ রান করেন মিচেল স্যান্টনার। অতিরিক্ত রান-সহ লক্ষ্যে পৌঁছে যান ধোনিরা।(ছবি:টুইটার)

২০১৯ সালের সিএসকে বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ। ২১ রানের প্রয়োজন ছিল সিএসকের। প্রথম দুই বলে ১০ রান করেন মহেন্দ্র সিং ধোনি। এরপরের তিন বলে ৯ রান করেন মিচেল স্যান্টনার। অতিরিক্ত রান-সহ লক্ষ্যে পৌঁছে যান ধোনিরা।(ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply