IPL 2023 : মাত্র দু-ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের পেসার মার্ক উড। ঘরের মাঠে গত ম্য়াচে খেলেননি মার্ক। আজ আরসিবির বিরুদ্ধে মার্ক উড খেললে এবং উইকেট নিলে পার্পল ক্য়াপের তালিকায় ফের শীর্ষস্থানে আসবেন তিনি।
কলকাতা: আইপিএলে (IPL 2023) সুপার সানডেতে অবিস্মরণীয় একটা ম্যাচ দেখা গেল। দিনের দ্বিতীয় ম্য়াচটি যদিও একপেশে। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্স। শেষ বলে গুজরাট টাইটান্সের মুখের গ্রাস কেড়ে নিল কলকাতা নাইট রাইডার্স। যদিও বলা ভালো রিঙ্কু সিং। ম্যাচে সব রকম রসদই মজুদ ছিল। নায়ক, ট্র্য়াজিক নায়ক, রূপকথা, কী নেই! দুই ম্য়াচ মিলিয়ে পয়েন্ট টেবল, অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্য়াপ সবকিছুতেই অনেক বদল হল। প্রথম ম্য়াতটা নিয়েই বেশি আলোচনার জায়গা। হার্দিক পান্ডিয়া না খেলায় গুজরাটকে নেতৃত্ব দেন রশিদ খান। একটা সময় অবধি তাঁর পারফরম্য়ান্সকে ‘ম্যাচ জেতানো’ মনে হয়েছিল। শেষ অবধি তা হয়নি। সৌজন্য়ে রিঙ্কু সিং। হ্য়াটট্রিকে অবশ্য পার্পল ক্যাপের দৌড়ে ভালো ভাবেই ঢুকে পড়লেন রশিদ। আইপিএলে আজ নামছে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস। তার আগে দেখে নেওয়া যাক রবিবার দুটি ম্যাচের পর পার্পল ক্যাপের দৌড়ে কী কী বদল হল। TV9 Bangla-র এই প্রতিবেদনে দেখে নিন কোন বোলাররা রয়েছেন এই পার্পল ক্যাপের দৌড়ে।
পার্পল ক্যাপের দৌড়ে একই সংখ্য়ক উইকেট রয়েছে তিন জনের। গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্য়াচে স্পেলের প্রথম তিন ওভারে ৩৫ রান দিয়েছিলেন রশিদ খান। স্পেলের শেষ ওভারে হ্য়াটট্রিক করেন এই আফগান লেগ স্পিনার। তাঁর উইকেট সংখ্য়া ৮।
রশিদ খানের মতো তিন ম্য়াচ খেলে ৮ উইকেট নিয়েছেন আর এক লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের চাহাল এবং রশিদ খানের উইকেট সংখ্য়া, গড়, ইকোনমি সবই সমান।
মাত্র দু-ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের পেসার মার্ক উড। ঘরের মাঠে গত ম্য়াচে খেলেননি মার্ক। আজ আরসিবির বিরুদ্ধে মার্ক উড খেললে এবং উইকেট নিলে পার্পল ক্য়াপের তালিকায় ফের শীর্ষস্থানে আসবেন তিনি।
চিন্নাস্বামী স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের লেগ স্পিনার রবি বিষ্ণোইয়ের কাছেও সুযোগ থাকছে পার্পল ক্য়াপের তালিকায় শীর্ষস্থান দখল করার। ৩ ম্য়াচে তাঁর উইকেট সংখ্য়া ৬।
আধডজন করে উইকেট নিয়ে প্রথম দশে রয়েছেন আলজারি জোসেফ, সুনীল নারিন, মহম্মদ সামি, অর্শদীপ সিংও। পাঁচ উইকেট নিয়ে প্রথম দশের বাকি দুই সদস্য় হলেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী এবং রাজস্থান রয়্যালসের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্ট।