Royal Challengers Bangalore vs Lucknow Super Giants Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।
Image Credit source: TV9 Bangla Graphics
Key Events
লেগ স্পিনারের বিরুদ্ধে বিরাট কোহলির দুর্বলতা অজানা নয়। চিন্নাস্বামীতে নজরে রবি বিষ্ণোই বনাম বিরাট।
এ বারের আইপিএলে উল্লেখযোগ্য ইনিংস নেই রাহুলের। ‘ঘরের মাঠে’ নজর থাকবে রাহুলের পারফরম্যান্সে।
LIVE Cricket Score & Updates
-
10 Apr 2023 06:44 PM (IST)
বিরাট অপেক্ষা
ঘরের মাঠে এ বারের প্রথম ম্যাচে অপরাজিত ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন আরসিবি ওপেনার বিরাট কোহলি। ফের এক বার ঘরের মাঠে ম্যাচ। লখনউয়ের বিরুদ্ধে একই রকম ইনিংস দেখা যাবে বিরাটের থেকে! প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টসে দুই লেগ স্পিনার রয়েছেন। অভিজ্ঞ অমিত মিশ্র এবং তরুণ রবি বিষ্ণোই। লেগ স্পিনারদের বিরুদ্ধে বিরাটের দুর্বলতা অজানা নয়। জোরদার লড়াইয়ের অপেক্ষা।
-
10 Apr 2023 06:39 PM (IST)
আরসিবি বনাম এলএসজি
চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং লখনউ সুপার জায়ান্টস। ম্যাচের লাইভ আপডেটে সকলকে স্বাগত। নজর রাখুন TV9Bangla-র এই লাইভ ব্লগে।
বেঙ্গালুরু : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো সবদিক থেকেই জমে উঠেছে। সুপার সানডে-তে ডাবল হেডারের প্রথম ম্যাচের রেশ থেকে এখনও কেউ বেরোতে পারছেন না। আইপিএলের ইতিহাসে অন্যতম রুদ্ধশ্বাস জয় দেখা গিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ চলছে। টুর্নামেন্টের ১৫ তম ম্যাচে আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস। দীর্ঘ সময় পর হোম অ্যাওয়ে ফরম্যাটে হচ্ছে আইপিএল। ঘরের মাঠে এ বারের মরসুম শুরু করেছিল আরসিবি। শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল তারা। যদিও অ্যাওয়ে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে মুখ থুবরে পড়ে। আরসিবি ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে। লখনউ সুপার জায়ান্টস ঘরের মাঠে দুটি ম্যাচই জিতেছে। অ্যাওয়ে ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হার। আইপিএলে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
Published On – Apr 10,2023 6:30 PM