Delhi Capitals vs Mumbai Indians Match Report : আইপিএলে ২৫ ইনিংস পর অর্ধশতরান রোহিত শর্মার। মরসুমের প্রথম জয়ও পেল মুম্বই। টানা চার হার দিল্লি ক্য়াপিটালসের।
দীপঙ্কর ঘোষাল : একটা হতাশার মরসুম কাটিয়ে নতুন মরসুমের শুরুও হয়েছিল এক ঝাঁক হতাশায়ই। গত মরসুমে আইপিএলে যোগ হয় আরও দুটি দল। অভিষেক আইপিএলেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স। দশ দলের প্রতিযোগিতায় সকলের শেষে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বার ট্রফি জিতেছে তারা। প্রতি বারই অধিনায়ক ছিলেন রোহিত শর্মাই। গত মরসুমে রোহিত ব্যাট হাতে ব্যর্থ, সাফল্য পায়নি দলও। এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে দল গড়েছিল মুম্বই। এ বারও প্রায় একই দল ধরে রাখা হয়েছে। প্রথম দু-ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংসের কাছে হার। আইপিএলে ২৫ ইনিংস পর অর্ধশতরান রোহিত শর্মার। মরসুমের প্রথম জয়ও পেল মুম্বই। টানা চার হার দিল্লি ক্য়াপিটালসের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ রিপোর্ট TV9Bangla-য়।
স্কোর বোর্ড বলছে, ৬ উইকেটের বড় ব্যবধানে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। পরিস্থিতি এমন ছিল না। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। দিল্লি ইনিংসে ডেভিড ওয়ার্নার এক দিক সামাল দিলেও উল্টো দিক থেকে উইকেট পড়তে থাকে। স্পিনারদের অনবদ্য পারফরম্য়ান্স। দিল্লি ইনিংসকে গতি দেন অক্ষর প্যাটেল। আইপিএলে কেরিয়ারের প্রথম অর্ধশতরান করলেন অক্ষর। ২৩ বলে অর্ধশতরানে পৌঁছান তিনি। তারপরও ২০ ওভার ব্যাট করতে ব্যর্থ দিল্লি ক্যাপিটালস। ১৯তম ওভারে ৪ উইকেট হারায় দিল্লি। শেষ অবধি ১৯.৪ ওভারে ১৭২ রানেই অলআউট।
মরসুমের প্রথম জয়ের খোঁজে ছিল দু-দলই। মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা দুর্দান্ত হয়। ঈশান কিষাণ এবং রোহিত শর্মা জুটির ব্যাটিং দেখে মনে হচ্ছিল, ১৫ ওভারের মধ্যেই জয় ছিনিয়ে নেবে মুম্বই। কিন্তু অধিনায়কের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ঈশান রান আউট। ৭১ রানে জুটি ভাঙে। সেখান থেকে ম্যাচ শেষ ওভার অবধি গড়াবে কেউই হয়তো ভাবেননি। মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে অবিশ্বাস্য ক্যাচে রোহিত শর্মাকে ফেরান অভিষেক পোড়েল। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। শেষ ওভারে ৫ রান প্রয়োজন ছিল মুম্বইয়ের। প্রথম বলেই ক্যাচ ফসকান মুকেশ কুমার। শেষ বলে লক্ষ্য দাঁড়ায় ২ রান। ডেভিড ওয়ার্নারের থ্রো ঠিকঠাক এলে হয়তো সুপার ওভারেও যেতে পারত ম্যাচ।