LSG vs RCB, IPL 2023: বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলের দাপুটে ইনিংসে আরসিবি তোলে ২১২ রান। প্রাথমিক ধাক্কা কাটিয়ে বিরাটদের মুখের উপর জবাব দেন নিকোলাস পুরান এবং মার্কাস স্টইনিস।
Image Credit source: Twitter
বেঙ্গালুরু: শেষ ওভারের পাহাড়প্রমাণ টেনশনের পর জয়। আরসিবির ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের (RCB vs LSG) শেষ বলে জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন আবেশ খান, রবি বিষ্ণোইরা। রবিকে দেখা গেল দু’হাত ছড়িয়ে ছুটে যাচ্ছেন। বন্য সেলিব্রেশন করতে গিয়ে হেলমেট আছড়ে ফেলেন আবেশ খান। এগুলো স্বাভাবিক। সবাইকে অবাক করে দিয়েছে দলের মেন্টর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সেলিব্রেশন। ডাগ আউটে রীতিমতো চিৎকার করছিলেন তিনি। মাঠে নেমে এসে আরসিবির সমর্থকদের উদ্দেশ্য করে চুপ থাকার ইশারা করেন গম্ভীর। মাঠে কোহলির সঙ্গে হাত মেলানোর সময় চেহারায় বেপরোয়াভাব বজায় ছিল। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের এমন আচরণ মেনে নিতে পারছেন না আরসিবি সমর্থকরা (IPL 2023)। গম্ভীরের সেলিব্রেশনের ভঙ্গি নিয়ে যখন চারিদিকে আলোচনা চলছে, ঠিক তখনই লখনউ সুপার জায়ান্টসের টুইটার পেজে দেখা গেল একেবারে বিপরীত ছবি। আরসিবির সমর্থকদের চুপ করিয়ে দলের প্রাণভোমরাকে আলিঙ্গন করছেন গম্ভীর। দু’জনকে দাঁড়িয়ে কথা বলতেও দেখা যায়। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলের দাপুটে ইনিংসে আরসিবি তোলে ২১২ রান। প্রাথমিক ধাক্কা কাটিয়ে বিরাটদের মুখের উপর জবাব দেন নিকোলাস পুরান এবং মার্কাস স্টইনিস। চাপের মুখে ১৯ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পুরান। স্টইনিংসের ব্যাটে আসে ৩০ বলে ৬৫ রান। এরপর শেষ ওভারের নাটক। প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতে বাজিমাত করেছে লখনউ। আরসিবিকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে বন্য সেলিব্রেশনে মাতেন লোকেশ রাহুলদের মেন্টর গৌতম গম্ভীর। মুখের উপর একটা আঙুল রেখে চিন্নাস্বামীর ক্রাউডকে চুপ করিয়ে দেওয়ার ভঙ্গী করেন। বিরাট কোহলির সঙ্গে তাঁর হাত মেলানোর ভঙ্গীও পছন্দ হয়নি অনেকের। পরে লখনউয়ের মেন্টরের সঙ্গে কোহলির আলিঙ্গনের ছবি পোস্ট করা হয় ফ্র্যাঞ্চাইজিটির তরফে। ক্যাপশনে লেখা, “এটা আইপিএল বন্ধু। এখানে শুধু ইসক, মহব্বত,
প্যায়ার।”
— skksjs (@91LM_10) April 10, 2023
বিরাট ও গম্ভীর দু’জনেই দিল্লির ছেলে। যদিও কোনও কালেই দু’জনে মধ্যে সদ্ভাব নেই। ২০১৩ সালের আইপিএল চলাকালীন একটি ম্যাচে দু’জন মাঠের মধ্যেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। বিরাট আউট হতেই কিছু একটা মন্তব্য করেন গম্ভীর। যা শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন বিরাট। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে বাকি খেলোয়াড়রা এসে দু’জনকে ছাড়িয়ে নিয়ে যান। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি সম্পর্কে প্রকাশ্যে বহুবার ক্ষোভ উগরে দিয়েছেন গম্ভীর। এদিনও বিরাটদের হারিয়ে চার্জড আপ হয়ে গিয়েছিলেন।
Ye IPL hai mere yaar, bas ishq mohabbat pyaar ????❤️@GautamGambhir | @imVkohli | #RCBvLSG | #IPL2023 | #LucknowSuperGiants | #LSG | #GazabAndaz pic.twitter.com/Kqnwbh5ICz
— Lucknow Super Giants (@LucknowIPL) April 10, 2023