টাকা উড়িয়ে নাচ! মায়ের হাতে বেধড়ক মার খেয়েছিলেন বিরাট


Virat Kohli Childhood Story: স্মৃতির পাতা উল্টে বিরাট কোহলি তাঁর অন্যতম প্রিয় বন্ধু সুনীল ছেত্রীর সঙ্গে নিজের ছেলেবেলার এক গল্প ভাগ করে নিয়েছেন।

Virat Kohli: টাকা উড়িয়ে নাচ! মায়ের হাতে বেধড়ক মার খেয়েছিলেন বিরাট

Image Credit source: Twitter

কলকাতা: শিশু মন বড়ই অবুঝ। বাচ্চারা চোখের সামনে যা দেখে, নিজের আশেপাশের মানুষকে যা বলতে শোনে সেটাই নকল করে। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli) ছেলেবেলায় ভীষণ দুষ্টু ছিলেন। শৈশবের স্মৃতির পাতা উল্টে বিরাট সকলকে এক মজার কাহিনি জানিয়েছেন। নাচ করলে অনেকেরই মন ভালো হয়ে যায়। কোহলিরও হয়। প্রায়শই দেখা যায় বিয়েবাড়িতে আনন্দে নোট উড়িয়ে নাচ (Dance) করেন অনেকেই। ছেলেবেলায় সেটা দেখে কোহলির মনেও ইচ্ছে হয়েছিল তেমন কিছু করার। একদিন সেই সুযোগ পেয়েছিলেন। টাকা উড়িয়ে নাচও করেছিলেন। কিন্তু সেই নাচের জন্য মায়ের হাতে বেধড়ক মারও খেতে হয়েছিল বিরাটকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

কোহলি বরাবরই নাচ করতে ভালোবাসেন। অতীতে তিনি পঞ্জাবি গানের প্রতি তাঁর ভালোবাসার কথাও জানিয়েছেন। নাচতে ভালোবাসতেন বলে ছেলেবেলায় এমন এক কাণ্ড ঘটিয়েছিলেন কোহলি যার জন্য মায়ের হাতে মার খেতে হয়েছিল তাঁকে। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে বিরাটের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। সুনীলের সঙ্গে এক ইন্সটাগ্রাম চ্যাটে কোহলি নিজের ছেলেবেলার এক গল্প তুলে ধরেছিলেন। যেখানে তিনি জানান, বিয়েবাড়িতে মানুষ যে টাকা উড়িয়ে নাচ করত সেটা তাঁর ছেলেবেলায় দেখতে ভীষণ ভালো লাগত। তিনি বেশ মজা পেতেন। কোহলি বলেন, ‘অনেক মানুষ বিয়েবাড়িতে টাকা উড়িয়ে নাচ করে। এটা ছেলেবেলায় আমার ভীষণ ভালো লাগত। ছেলেবেলায় একদিন আমাদের বাড়িতে কিছু অতিথি এলে আমার মা ৫০ টাকার নোট দিয়ে কিছু জিনিস আনতে দিয়েছিল। আমার জানি না সেই নোটটা হাতে পেয়ে কী হয়েছিল। বাড়ির নীচে নেমে এসে আমি ওই নোটটি টুকরো টুকরো করে ছিঁড়ে বাতাসে উড়িয়েছিলাম। তারপর নাচতে শুরু করেছিলাম।’ টাকা উড়িয়ে জমিয়ে নাচার পর খালি হাতে বাড়ি ফিরেছিলেন বিরাট। কোহলির মা তাঁর কীর্তির কথা জানতে পেরে বেধড়ক মেরেছিলেন। বিরাটের এই গল্প শুনে হাসতে থাকেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রীও।

প্রসঙ্গত, বর্তমানে ১৬তম আইপিএলে ব্যস্ত বিরাট কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও অবধি ট্রফির স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি আইপিএলে ৩টি ম্যাচে খেলে আরসিবি জিতেছে মাত্র ১টিতে। হেরেছে ২টি। ১৫ এপ্রিল, শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আরসিবির পরবর্তী ম্যাচ। ঘরের মাঠে আরসিবি কি পারবে হারের হ্যাটট্রিক আটকাতে?

Leave a Reply