IPL 2023, KKR vs SRH : আইপিএলে বিভিন্ন দলেই খেলার অভিজ্ঞতা রয়েছে কিউয়ি পেসার লকি ফার্গুসনের। গত মরসুমে গুজরাট টাইটান্সে ছিলেন। সেখানে মেন্টর আশিস নেহরা। এ বার কলকাতা নাইট রাইডার্সে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ভারতীয় কোচের তত্ত্বাবধানে খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে বলছেন…
Image Credit source: OWN Photograph
দীপঙ্কর ঘোষাল : কেকেআর শিবিরে অন্য়তম মাথাব্য়াথা আন্দ্রে রাসেলের ফর্ম। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর মতো বিধ্বংসী ব্য়াটার কমই রয়েছেন। তবে কোন দিন পারফর্ম করবেন বোঝা কঠিন। পঞ্জাবের বিরুদ্ধে এ বারের প্রথম ম্য়াচে ভালো ছন্দে ছিলেন। বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে হয়তো কলকাতাকে জেতাতেও পারতেন। ডাকওয়ার্থ লুইসে মাত্র ৭ রানে হেরেছিল কেকেআর। বাকি দুই ম্যাচে কেকেআর জিতলেও চূড়ান্ত ফ্লপ আন্দ্রে রাসেল। প্র্য়াক্টিসে ব্য়াটে ঝড় তুলছেন, বোলিংও করছেন। ম্য়াচে তাঁর ব্য়াটে রান আসছে না, বোলিংও করছেন না। তবে সতীর্থ লকি ফার্গুসন অবশ্য় মনে করেন না দ্রে রাস ফর্মে নেই। ইডেনে সানরাইজার্স ম্য়াচের আগে সাংবাদিক সম্মেলনে লকি যা বললেন, বিস্তারিত TV9Bangla-য়।
রাসেল প্রসঙ্গে পুরনো ঘটনার উদাহরণ টেনে লকি বলছেন, ‘আমি মনে করি না, আন্দ্রে পারফর্ম করতে পারছে না। ও কিন্তু প্রথম ম্য়াচে দারুণ খেলেছিল (পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৫ রান)। গত দু-ম্য়াচে দ্রুত আউট হয়েছে। খারাপ ফর্ম থেকে এখনও অনেক দূরে, আমি বিষয়টাকে এ ভাবেই দেখছি। আন্দ্রে কী করতে পারে এটা আমাদের সকলেরই জানা। বিশেষ করে এখনও মনে আছে কেকেআরে আমার প্রথম মরসুমের কথা। এ ভাবে কেউ বড় শট খেলতে পারে আন্দ্রেকে না দেখলে বুঝতে পারতাম না। আমি নিশ্চিত, সানরাইজার্সের বিরুদ্ধেও বিধ্বংসী ইনিংস খেলবে রাসেল।’
আইপিএলে বিভিন্ন দলেই খেলার অভিজ্ঞতা রয়েছে কিউয়ি পেসার লকি ফার্গুসনের। গত মরসুমে গুজরাট টাইটান্সে ছিলেন। সেখানে মেন্টর আশিস নেহরা। এ বার কলকাতা নাইট রাইডার্সে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ভারতীয় কোচের তত্ত্বাবধানে খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে বলছেন, ‘আশিস নেহরা এবং চন্দ্রকান্ত পণ্ডিত দু-জনই ভিন্ন ধরনের কোচ। একটা টিম লিড করার মতো ওরা যথেষ্ঠ আত্মবিশ্বাসী। চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে খেলা দারুণ অভিজ্ঞতা। ওর সততা আমার ভালো লাগে। সবসময় প্লেয়ারদের পাশে থাকে। যে কোনও পরিস্থিতিতে টিমের আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করে। বাইরে থেকে দেখে মনে হবে হার-জিত ছাড়া কিছু নেই। তবে আমাদের কাছে বিষয়টা ধারাবাহিকতা, কতটা চেষ্টা করছি, টিমের সংস্কৃতি বেশি গুরুত্বপূর্ণ। চন্দ্রকান্ত পণ্ডিত সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে।’