৫৯ বলে ৬৭ রানের ইনিংস। গুজরাট টাইটান্সকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন দলের ওপেনার শুভমন গিল। তা সত্ত্বেও প্রবল সমালোচনার মুখে পড়লেন গিল।
Image Credit source: Twitter
কলকাতা: ২০২৩ আইপিএলের (IPL 2023) শুরু থেকে দারুণ ফর্মে রয়েছেন গুজরাট টাইটান্স ওপেনার শুভমন গিল (Shubman Gill)। বৃহস্পতিবার তাঁর ব্যাটে পঞ্জাব কিংসকে তাদেরই ঘরের মাঠে ৬ উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৪৯ বলে ৬৭ রানের ইনিংস খেলেন শুভমন। গিলের অর্ধশতরানের দৌলতে পঞ্জাবের দেওয়া ১৫৪ রানের টার্গেটে পৌঁছে যায় গুজরাট (Gujarat Titans)। সোশ্যাল মিডিয়ায় গিলের প্রশংসার বন্যা বইলেও সকলেই যে তাঁর পারফরম্যান্সে খুশি এমনটা নয়। বৃহস্পতিবার রাতে শুভমনের ব্যাটিং দেখে মোটেও প্রসন্ন নন জাতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। গুজরাটকে ম্যাচ জেতানোর দিন গিল সম্পর্কে গুরুতর অভিযোগ এনেছেন তিনি। সেওয়াগের মতে, গিলের স্ট্রাইক রেট ছিল খুবই খারাপ। তিনি দলের জন্য নয়, নিজের জন্য খেলছিলেন। বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।
পঞ্জাবের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে ম্যাচ জিতেছে গুজরাট। শেষ ওভারের প্রথম বলে স্যাম কারানের বলে আউট হন গিল। এরপর ওভারের পঞ্চম বলে সেই কারানকেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতান রাহুল তেওয়াটিয়া। সেওয়াগের মতে, শুভমনের জন্যই ম্যাচটি শেষ ওভারে গিয়ে জিতেছে গুজরাট। কারণ শুভমন নিজের ব্যক্তিগত স্কোরের উপর জোর দিয়েছিলেন। নিজের অর্ধশতরান পূরণ করার জন্য অতিরিক্ত বল খরচ করেন। হাফ সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর হাত খুলে খেলতে শুরু করেন। ক্ষুব্ধ সেওয়াগ বলেছেন, ওর অন্তত ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করা উচিত ছিল। ও ভেবেছে, নিজের অর্ধশতরান পূর্ণ হয়ে যাওয়ার পর ম্যাচ জিতিয়ে দেবে।
সেওয়াগ বলেছেন, “ও ৪৯ বলে ৬৭ রান করেছে। কিন্তু ৫০ রান করল কত বলে? ৪১-৪২ বল হবে। বাকি ১৭টা রান করেছে ৭-৮ বলে। পঞ্চাশ হয়ে যাওয়ার পর ইনিংসে গতি এসেছে। সেটা না হলে গুজরাটকে শেষ ওভারে ৭ নয়, ১৭ রান চেজ করতে হত।” তরুণ ব্যাটারের উপর খাপ্পা বীরু বলেছেন, “তুমি কখনই ভাবতে পার না যে, আমার হাফ সেঞ্চুরি হয়ে যাক। ম্যাচ তো আমরা কোনওভাবে জিতেই যাব। দল ছেড়ে যে মুহূর্তে নিজের পারফরম্যান্সের কথা ভাববে, ক্রিকেটই তোমাকে থাপ্পড় কষাবে। এভাবে কিছুতেই ভাবতে পারো না।”