গঙ্গায় ঝাঁপ! মৃত্যমুখ থেকে ফেরা ক্রিকেটারই আজ কেকেআরের কাঁটা


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Apr 14, 2023 | 2:44 PM

KKR vs SRH, IPL 2023: ইডেনে নাইটদের বিরুদ্ধে আজ নামবে হায়দরাবাদ। এই ম্যাচে নাইট প্রাক্তনী রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi) হয়ে উঠতে পারেন অরেঞ্জ আর্মির তুরুপের তাস।

Rahul Tripathi: গঙ্গায় ঝাঁপ! মৃত্যমুখ থেকে ফেরা ক্রিকেটারই আজ কেকেআরের কাঁটা

Rahul Tripathi: গঙ্গায় ঝাঁপ! মৃত্যমুখ থেকে ফেরা ক্রিকেটারই আজ কেকেআরের কাঁটা

Image Credit source: IPL Website

কলকাতা: ছেলেবেলায় অনেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে। পরবর্তীতে সকলের সেই স্বপ্নপূরণ হয় না। আসলে সবার ভাগ্যে তো আর ক্রিকেটার হওয়া লেখা থাকে না। কিন্তু মনেপ্রাণে কেউ যদি নিজের ইচ্ছেকে তাড়া করে বেড়ায়, সে সফল হয়। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শহরে এমন এক প্রতিভা রয়েছে। ছেলেবেলায় যেখানে বাকি বাচ্চারা খেলনা নিয়ে খেলা করে, সেখানে মাত্র ৯ মাস বয়সে প্লাস্টিকের ক্রিকেট ব্যাট হাতে তুলে নিয়েছিলেন তিনি। এখন তিনি সফল ক্রিকেটার। কোটি কোটি টাকা আয়ও করছেন। ১৬তম আইপিএলে (IPL 2023) তাঁর ব্যাটে দেখা গিয়েছে উইনিং ইনিংসও। এই তিনি হলেন সানরাইজার্স হায়দরাবাদের রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi)। ছেলেবেলায় এমন এক কাণ্ড ঘটিয়েছিলেন তিনি, যার ফলে তাঁর হয়তো ক্রিকেটার হয়ে ওঠা হত না। কিন্তু ভাগ্যে তাঁর লেখা ছিল ক্রিকেটার হওয়া। আজ ইডেনে কেকেআরের বিরুদ্ধে নামবে অরেঞ্জ আর্মি। নীতীশ রানাদের বিরুদ্ধে আজ হায়দরাবাদের তুরুপের তাস হয়ে উঠতে পারেন নাইট প্রাক্তনী রাহুল ত্রিপাঠি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply