Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Preview : কেকেআরের বড় কাঁটা হয়ে উঠতে পারেন রাহুল ত্রিপাঠি। কেকেআরের এই প্রাক্তনী সানরাইজার্সের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলে এসেছেন।
Image Credit source: KKR, Twitter
দীপঙ্কর ঘোষাল : রাহুল…নাম তো সুনা হি হোগা! কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে অনেকটাই প্রাসঙ্গিক। কেকেআরের প্রাক্তনী রাহুল ত্রিপাঠী নামছেন ইডেন গার্ডেন্সে। তেমনই আরও প্রাসঙ্গিক রিঙ্কু সিং। মাঝে বেশ কয়েকটা ম্যাচ হলেও গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের খেলার রেশ কাটছে না। শেষ পাঁচ বলে রূপকথা লিখেছিলেন রিঙ্কু। সানরাইজার্স হায়দরাবাদের মরসুমের শুরু ভালো না হলেও জিতে এসেছে তারা। দু-দলের শুরুটাই হয়েছে হতাশার। সানরাইজার্স হায়দরাবাদ প্রথম দু-ম্যাচ হেরেছিল। প্রথম ম্যাচে প্রোটিয়া ক্রিকেটারদের পায়নি তারা। অধিনায়ক এইডেন মার্করাম যোগ দেন দ্বিতীয় ম্যাচ থেকে। তাতেও পার্থক্য হয়নি। কিন্তু গত ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সানরাইজার্স। অন্য দিকে, কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে হারলেও টানা দু-ম্যাচ জিতেছে। ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি দু-দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।
সানরাইজার্স ম্য়াচের আগের অনুশীলনে ক্য়ামেরা, চোখ বেশি করে খুঁজলো রিঙ্কু সিংকেই। যদিও খুব বেশিক্ষণ প্র্যাক্টিস করেননি নাইটদের নতুন তারকা। এ বারের আইপিএলে নিয়মিত সুযোগ পাচ্ছেন। প্রতিটা সুযোগ কাজে লাগাচ্ছেন। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে শার্দূল ঠাকুর ব্য়তিক্রমী ইনিংস খেলেছিলেন। ভুললে চলবে না সেই ম্য়াচে রিঙ্কুর অবদানও। আর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কেকেআরের জয়ের নায়ক তো তিনিই। রিঙ্কুকে এ ভাবে খোঁজা হবে, প্রত্য়াশিত। সানরাইজার্সের বিরুদ্ধেও তাঁর কাছে বাড়তি প্রত্যাশা থাকবে। কেকআর শিবিরে আপাতত সব ভালোর মধ্যে কিছু সুস্থ মাথাব্য়াথার পাশাপাশি, চিন্তার জায়গাও আছে।
চিন্তার জায়গা আন্দ্রে রাসেলের ফর্ম। সতীর্থ লকি ফার্গুসন যদিও মনে করেন না, রাসেল ফর্মে নেই এ কথা ঠিক। প্রস্তুতিতেও রাসেলকে দেখে বিচার করা যাবে না যে তিনি ফর্মে নেই। অনুশীলন শেষে কেকেআরের অনেকেই গোল হয়ে আলোচনায় বসেন। রাসেলকে দেখা গেল সে সময়ও ব্য়াটিং করছেন। শুধু তাই নয়, বেশ কিছু বড় শটও মারলেন। ম্য়াচে এর প্রভাব দেখার অপেক্ষায় কেকেআর সমর্থকরাও। প্রস্তুতির মাঝে ব্রায়ান লারার মতো কিংবদন্তির সঙ্গেও আলোচনা করতে দেখা যায় রাসেলকে। এরও কোনও প্রভাব পড়তে পারে ম্য়াচে!
সুস্থ মাথাব্য়াথা-স্কোয়াডে যোগ দিয়েছেন লিটন দাস এবং জেসন রয়। দু-দিন টিমের সঙ্গে প্র্যাক্টিসও করলেন। কিন্তু তাদের কীভাবে খেলানো হবে, সেটাই ভাবনার জায়গা। লিটন কিংবা জেসনকে খেলাতে হলে কোনও এক বিদেশিকে বসাতে হবে। নয়তো ওয়েটিং লিস্টেই থাকতে হবে ওদের।
সানরাইজার্স শিবিরে নজর থাকবে হ্যারি ব্রুকের দিকে। ১৩ কোটির বেশি টাকায় তাঁকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। যদিও পারফর্ম করতে পারেননি ব্রুক। কে জানে, হতেই পারে ঐতিহ্য়ের ইডেনেই রানে ফিরলেন ব্রুক! তেমনই কেকেআরের বড় কাঁটা হয়ে উঠতে পারেন রাহুল ত্রিপাঠি। কেকেআরের এই প্রাক্তনী সানরাইজার্সের হয়ে ম্য়াচ জেতানো ইনিংস খেলে এসেছেন।