রাসেলের চোট কতটা গুরুতর? বড় আপডেট দিলেন কেকেআর অধিনায়ক


KKR vs SRH : খেলা শেষে অবশ্য অধিনায়ক নীতীশ রানার মন্তব্যে স্বস্তি ফিরল কেকেআর সমর্থকদের মধ্যে। রানা সাংবাদিক সম্মেলনে বলেন…

দীপঙ্কর ঘোষাল : কলকাতা না সাহারা মরুভূমি! তীব্র গরমে পরিস্থিতি এমনই দাঁড়াল। এর মাঝে ইডেন গার্ডেন্সে ম্য়াচ তাপমাত্রা যেন আরও বাড়িয়ে দিল। কেকেআর সমর্থকদের উচ্ছ্বাস বাড়ল সানরাইজার্স ইনিংসের পঞ্চম ওভারে। বল হাতে রান আপে প্রস্তুত আন্দ্রে রাসেল। এ বারের প্রথম ম্য়াচে পঞ্জাবের বিরুদ্ধে ৩৫ রানের একটা ইনিংস ছাড়া রাসেলের কোনও অবদান দেখা যায়নি। অনুশীলনে বোলিং করলেও ম্য়াচে তাঁকে ব্য়বহার করা হচ্ছিল না। সানরাইজার্স ম্যাচের আগেও ওয়ার্ম আপে বোলিং করছিলেন রাসেল। তবে এই ম্য়াচেও বল করবেন, এতটা আশা ছিল না। সে কারণেই বাড়তি উচ্ছ্বাস। আর গ্য়ালারি এবং কেকেআর শিবিরের সেই উচ্ছ্বাস আরও বাড়ল প্রথম বলেই রাসেল উইকেট নেওয়ায়। ওভার শুরু করলেন মায়াঙ্ক আগরওয়ালের উইকেট নিয়ে, শেষ বলে ফেরালেন রাহুল ত্রিপাঠীকে। কিন্তু তাঁর দ্বিতীয় ওভারেই অস্বস্তি। কী হয়েছিল রাসেলের? বিস্তারিত TV9Bangla-য়।

স্পেলের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে বেশ অস্বস্তিতে পড়েন রাসেল। পঞ্চম বলে তাঁকে খোড়াতে দেখা যায়। ওভার শেষ হতেই ফিজিওর সঙ্গে ড্রেসিংরুমে ঢুকে পড়েন। স্বাভাবিক ভাবেই কেকেআর শিবিরেই শুধু নয়, গ্যালারিতেও উৎকন্ঠা। বেশ কিছুক্ষণ পর ফের মাঠে নামেন তিনি। একটা ক্যাচও নেন। সানরাইজার্স ইনিংসের ১৯তম ওভারে ফের বোলিংয়ে আসেন রাসেল। দ্বিতীয় বলেই উইকেট নেন। কিন্তু বল ডেলিভারি করেই ক্রিজে বসে পড়েন রাসেল। আবারও ফিজিও মাঠে ঢোকেন। প্রথম বার কোনও রকম সাপোর্ট ছাড়াই মাঠ ছেড়েছিলেন। এ বার ফিজিও এবং সতীর্থের কাঁধে হাত রেখে রাসেলকে মাঠ ছাড়তে দেখেই ফের আতঙ্ক। গুরুতর চোট লাগল না তো! কেকেআর ইনিংস শুরুর পর মনে হচ্ছিল, রাসেল আদৌ ব্যাট করতে নামার মতো সুস্থ আছেন তো! তিনি অবশ্য ব্য়াটিংয়ে নামেন। ৬ বলে ৩ রান করেন তিনি। বল হাতে তিন উইকেট নিলেও ব্য়াটিংয়ে ফের ব্য়র্থ। তার চেয়েও চিন্তা ছিল তাঁর চোট।

খেলা শেষে অবশ্য অধিনায়ক নীতীশ রানার মন্তব্যে স্বস্তি ফিরল কেকেআর সমর্থকদের মধ্যে। রানা সাংবাদিক সম্মেলনে বলেন, ‘প্রচণ্ড গরমের জন্যই ক্র্য়াম্প হয়েছিল রাসেলের। কোনও গুরুতর চোট নয়।’ পর পর ম্য়াচ রয়েছে নাইটদের। নীতীশ রানার মন্তব্য় সে কারণেই স্বস্তির। ম্য়াচ শেষে রাসেলের অভিব্য়ক্তিও বলে দিচ্ছিল তিনি ফিট রয়েছেন। ম্য়াচ শেষে গ্রাউন্ডসম্য়ানদের সঙ্গে ফুরফুরে মেজাজে ছবি তুলতেও দেখা যায় রাসেলকে। বল হাতে মরসুমের প্রথম ম্য়াচেই ভরসা দিলেন। এ বার ব্য়াটে রানে ফেরার অপেক্ষা।

Leave a Reply